×
Lifestyle

দূর হবে প্রতিবেশীর কুনজর ও সংসারে আসবে শান্তি! আজই বাড়িতে লাগান এই গাছ

‘প্রতিবেশীদের কু-নজর’ থেকে বাঁচতে আমরা অনেক কিছু করে থাকি। বাস্তু বিদদের পরামর্শ মতো আমরা সেই কাজ করি। তবে অনেক সময়ই ফলাফল আমাদের মনের মতো হয় না। জানেন কি, কিছু কিছু গাছ রয়েছে যেই গাছগুলো আপনাকে প্রতিবেশীর কুনজর থেকে বাঁচাতে পারে? কোনো কাজ না হয়ে আটকে রয়েছে কিংবা অর্থনৈতিক সংকটে ভুগছেন বেশ। এসব কিছু দূর করার জন্য বাড়িতে বিশেষ কিছু গাছের দরকার আছে। আপনার প্রতিবেশীর কুনজর আপনার উন্নতিতে বাঁধা সৃষ্টি করে? এই কুনজর থেকে বাঁচার উপায় অনেকেই জানে না। এই সমস্যার সমাধান নিয়েই আজকের এই প্রতিবেদনে হাজির হয়েছি।

দূর হবে প্রতিবেশীর কুনজর ও সংসারে আসবে শান্তি! আজই বাড়িতে লাগান এই গাছ -

১) তুলসী – প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছকে পুজো করা হয়। মা তুলসী কে মনে করা হয় ৩৩ কোটি দেবতার সমান। সব ধরণের সুখ-শান্তি পাবেন নিজের জীবনে এই গাছের মধ্যে দিয়ে। অনেকেই জানে না তুলসী গাছ প্রতিবেশীর কুনজর থেকে বাস্তুকে রক্ষা করে থাকে। বাড়ির একটা সুন্দর পরিষ্কার জায়গায় বাড়ির সামনে বা বাড়ির আশেপাশে একটি তুলসী মঞ্চ স্থাপন করুন। প্রতিদিন পুজো করুন।

দূর হবে প্রতিবেশীর কুনজর ও সংসারে আসবে শান্তি! আজই বাড়িতে লাগান এই গাছ -

২) মানিপ্লান্ট: বাড়িতে অবশ্যই একটি মানি প্লান্ট রাখা দরকার। বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে এই মানিপ্লান্ট গাছ রোপন করতে হয়। মানিপ্ল্যান্টের বেশ কিছু গুণ রয়েছে যা আমরা অনেকেই জানিনা। এই গাছ শত্রু দমন করে তেমনই নেগেটিভ সব শক্তি শেষ করে পজিটিভ শক্তি গড়ে তোলে।

দূর হবে প্রতিবেশীর কুনজর ও সংসারে আসবে শান্তি! আজই বাড়িতে লাগান এই গাছ -

৩) জুই ও বেলফুল – দেখতে সুন্দর এই গেছে অসাধারণ ফুল সবার দৃষ্টি আকর্ষণ করে। তবে অনেলেই জানেন না বাস্তু মতে এই গাছ লাগালে এটি আপনার বাড়িকে রক্ষা করবে। তাই বাড়ির দক্ষিণ দিকে বেল বা জুঁই ফুলের গাছ লাগান। এই ফুলের সুগন্ধ যেমন মন ভালো করে। তেমন এই গাছ প্রতিবেশীর কুনজর থেকে বাড়ি ও বাড়ির সদস্যদের রক্ষা করতে সাহায্য করবে।

দূর হবে প্রতিবেশীর কুনজর ও সংসারে আসবে শান্তি! আজই বাড়িতে লাগান এই গাছ -

উপরের এই সবকটি গাছের বিষয়ে বলেছেন বিভিন্ন বাস্তুবিদেরা। তবে মানুষ বিশেষে হয়তো ফল ভিন্ন হতে পারে। মনে বিশ্বাস না থাকলে এই ধরণের কোনো ফল সেক্ষেত্রে আপনি অবশ্যই সরাসরি কোনো বাস্তুবীদের পরামর্শ নিতে পারেন।