Lifestyle

Vastu Tips: এই ৫ গাছে টাকা আসবে হুড়হুড়িয়ে! জানেন কি গাছ?

বাড়ির সৌন্দর্য্য বৃদ্ধি করতে অনেকেই অনেক রকমের গাছ বাড়িতে বা বাড়ির বাইরে লাগিয়ে থাকেন। কিছু গাছ শুভ শক্তির সঞ্চার করে বাড়িতে। তাই বাড়িতে লাগাবেন না এই ৫টি গাছ, দূর হবে আর্থিক সংকট ও সংসারে আসবে চরম শান্তি, জেনে নিন বিস্তারিত

আজকালকার দিনে সবুজে ভরা বাগানের খুবই অভাব। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু বড় বড় বিল্ডিং ও কলকারখানা। তবে, তারই মাঝে অনেকেই আছেন নিজের বাড়ির ছাদে হোক বা বাড়ির চারপাশে বাগান তৈরি করেন। ফুল ও সবজিতে ভরা বাগান (Garden) ভালোবাসেন না এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। এখনকার দিনে বাড়ির বাইরে বাগান করার পাশাপাশি ঘরেও নানান ধরণের ফুলের গাছ থাকে। যাদেরকে ইন্ডোর প্ল্যান্ট বলা হয়।

জানেন কি বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু গাছ রয়েছে যা আপনাদের বাড়ির জন্য খুবই উপকারী। আর্থিক উন্নতির জন্য সকলেই প্রচুর পরিশ্রম করে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে শত চেষ্টার পরও মানুষ ব্যর্থ হয়। আর্থিক উন্নতি হয়না। তবে, আজ আপনাদের এমন কয়েকটি গাছের কথা বলবো যেটি সহজেই আর্থিক উন্নতি বলুন বা সুখ-সমৃদ্ধি সবক্ষেত্রেই উপকারী। চলুন তবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই গাছেদের সমন্ধেই জেনে নেওয়া যাক।

  • লজ্জাবতী : বাস্তুমতে লজ্জাবতী গাছকে শুভ বলে মনে করা হয়। আসলে ভগবান শিব লজ্জাবতী গাছ পছন্দ করেন। আর তাই এই গাছ ঘরে লাগালে দারিদ্রতা দূর হয়। এমনকি এই গাছ ভগবান শিবকে নিবেদন করলে তিনি তুষ্ট হন। যারফলে ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

  • স্নেক প্ল্যান্ট : এই গাছটিকে খুবই শুভ বলে মনে করা হয়। এই গাছ লাগালে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। আপনি চাইলে এই গাছ বাড়ির স্টাডি রুমে অথবা বসার ঘরে রাখতে পারেন।

  • ডালিম এবং বেল গাছ : বাস্তুমতে বাড়ির প্রধান দরজার ডানদিকে ডালিম গাছ লাগানো খুবই ভালো। এতে আপনার উপর মা লক্ষীর আশীর্বাদ বর্ষিত হবে। এছাড়াও বাড়ির দরজার ডানদিকে যদি বেল গাছ লাগান তাহলে আপনার ধন-সম্পত্তি বৃদ্ধি পাবে।

  • মানি প্ল্যান্ট : বাস্তুশাস্ত্র মতে বাড়িতে মানিপ্ল্যান্ট লাগালে সমস্ত অর্থনৈতিক সমস্যা নাকি দূর হয়ে যায়। এমনকি এই প্ল্যান্ট দেখতে যেমন সুন্দর তেমনই আবার এটি পরিবেশ বিশুদ্ধ করতে সাহায্য করে। আর তাই বাড়ির দক্ষিণ-পূর্ব কোনে এই গাছ লাগান।

  • মোহিনী উদ্ভিদ : মোহিনী উদ্ভিদ মূলত দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর দিকে অথবা পূর্ব দিকে এই গাছ লাগানো শুভ। লিভিং রুম অথবা শোওয়ার ঘরে এই গাছ লাগাতে পারেন।

তাহলে জেনে গেলেন নিশ্চই কোন কোন গাছ বাড়ির জন্য শুভ।