অর্থনৈতিক সংকট দূর করতে বাড়ির এইদিকে লাগান অপরাজিতা গাছ, সুখে কাটবে জীবন

বাস্তু মেনে আমরা বিভিন্ন জিনিস বাড়িতে গড়ে তুলি। কারণ আমাদের প্রত্যেকের জীবনে বাস্তু একটা বড়ো জায়গা দখল করে থাকে। আমরা যদি বাস্তু ঠিক রাখি তাহলে জীবনে সব দিক থেকে খুশি আসে। আমাদের পৃথিবীতে গাছের ভূমিকা অনেক। বিভিন্ন কাজে গাছেদের সাহায্য নেওয়া হয়ে থাকে। বাড়িতে সুন্দর ফুল গাছ লাগানোর থেকে গভীর বনের গাছ যা দিয়ে তৈরী হয় ঔষধ। এসব কিছুই আমাদের খেয়াল রাখে বিভিন্ন রকমের গাছ।
বাস্তুশাস্ত্র অনুযায়ী নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে রাখলে তার দুর্দান্ত ফলাফল পাওয়া যায়। নিয়মিত শিব পুজোতে ব্যবহার করা হয়ে থাকে এই ফুল। তবে বাস্তু মতে বাড়িতে যদি কিছু নিয়ম মেনে এই গাছ লাগাতে পারেন তাহলে কোনোদিনও আর্থিক অনটন আপনাকে গ্রাস করতে পারবে না। আর্থিক উন্নতির ক্ষেত্রেও নীল অপরাজিতা বিশেষ ভূমিকা পালন করে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে নীল অপরাজিতা গাছ লাগানোর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেগুলি আপনাদের নিচে জানিয়ে দেওয়া হল-
১) বাড়ির বাস্তু দোষ দূর করতে উত্তর-পূর্ব দিকে নীল অপরাজিতা গাছ লাগান।
২) বছরের শুভ দিন গুলিতে স্নান ও পরিষ্কার বস্ত্র গায়ে দিয়ে একটা ভালো জায়গায় এই নীল অপরাজিতা গাছ রোপন করুন। দেখবেন সব ধরণের শান্তি আপনার জীবনে ছেয়ে যাবে।