লাগবে না বীজ, কুমড়োর পাতা থেকেই করুন কুমড়ো গাছ, শিখে নিন সহজ পদ্ধতি
বীজ নয় কুমড়ো গাছের পাতা থেকে কিভাবে গাছ তৈরী করবেন তার ছোট ও সবথেকে সহজ পদ্ধতি জানাবো আপনাদের।

বাড়িতে কম বেশি কুমড়ো সবাই খেয়ে থাকেন। গুনাগুনে ভরপুর এই কুমড়ো চাষ করতেও খুববেশি কষ্ট হয় না। কিন্তু সঠিক পদ্ধতি ও পরিচর্যা যে কোনো গাছকেই করে তুলতে পারে সুন্দর। তবে আজ বীজ নয় কুমড়ো গাছের পাতা থেকে কিভাবে গাছ তৈরী করবেন তার ছোট ও সবথেকে সহজ পদ্ধতি জানাবো আপনাদের।
১) কুমড়ো গাছের ডাল থেকে একটি পাতা কেটে নিন। তবে এমন রাখবেন যেন পুঁতে দেওয়া যায়।
২) এবার ছোট টবের মধ্যে ভরে নিন কোকো পিট। তবে জানিয়ে রাখি কোকোপিট না থাকলে আপনারা চা পাতাও ব্যবহার করতে পারেন।
৩) কেটে রাখা ছোট পাতা বসিয়ে দিন কোকো পিটের মধ্যে।
৪) প্রথমবার বেশ পর্যাপ্ত জল দিন ও রোদের থেকে দূরে রাখুন।
৫) দিন দশেক পরে কুমড়ো গাছে নতুন পাতার জন্ম হবে ও সবথেকে দরকারি শিকড় ছড়িয়ে পড়বে।
৬) কোকোপিট থেকে বের করুন সেই গাছ। তবে আপনার বাড়িতে যদি মাটি কিংবা মাচা দেওয়ার জায়গা না থাকে টবেই রেখে দিতে পারেন।
এবার সঠিক পদ্ধতিতে কুমড়ো চাষ করুন। তবে দেখলেন তো পাতা থেকে কত সহজে তৈরী হয়ে গেল কুমড়ো গাছ। তাই তাড়াতাড়ি এই পদ্ধতি বাড়িতে করে দেখুন নিশ্চয়ই দুর্দান্ত ফল পাবেন।