বাড়ির টবে সহজেই চাষ করুন গোলাপ ফুল, শিখে নিন পদ্ধতি
গোলাপ ফুল আমাদের সকলেরই ভীষণ প্রিয় একটি ফুল। আর এই ফুল বাড়িতে চাষ করতে কে না চায়। তাই আজকে আমি আপনাদের জানাব কেমন ভাবে বাড়ির টবে খুব সুন্দরভাবে গোলাপ ফুল চাষ করবেন। এবং সারা বছর ধরে সেই গাছটির কিভাবে যত্ন নেবেন কোন কোন সার লাগবে সেই পুরো পদ্ধতিটাই আজকে আমি আপনাদের শেখাবো।
মাটি প্রস্তুতের জন্য যে সমস্ত উপকরণ গুলি লাগবে সেগুলি হল:- গার্ডেন সয়েল নিন 50% বালি লাগবে থার্টি পার্সেন্ট, এবং জৈব সার লাগবে টয়েন্টি পার্সেন্ট। এবার এই তিন ধরনের উপকরণ কে ভালো করে মিশিয়ে মাটি তৈরি করে ফেলুন। এবার অবশ্যই একটি আমাদের টব নিয়ে নেব সেখানে যে ড্রেনেজ হোলটি রয়েছে সেটি কোন চারা জাতীয় বা কোন টবের টুকরো দিয়ে আটকে দেবো এটাতে অতিরিক্ত জল অবশ্যই বেরিয়ে যাবে কিন্তু অতিরিক্ত মাটি কখনোই বেরিয়ে যাবে না। এরপর টবটি মাটি দিয়ে অর্ধেক ভর্তির পর নার্সারি থেকে নিয়ে আসা গাছটি বসিয়ে দিন টবের ওপর এবং তার চারপাশ মাটি দিয়ে ঢেকে দিন।
এরপর জানতে হবে গাছটির কেমন ভাবে আমরা পরিচর্যা করব:- মাটি তৈরির পর এই গাছটিতে প্রচুর পরিমাণে জল দিয়ে দুদিন কোন ছায়া জায়গায় রেখে দিতে হবে। তিনদিনের দিন আপনাকে গাছটিকে সানলাইট এ এনে রাখতে হবে অন্তত 6 থেকে 7 ঘন্টার জন্য।
এবার আমরা জানবো গাছটির সার কেমন ভাবে তৈরি করতে হয়:-ডিএপি জাতীয় যে সমস্ত সারগুলি হয় সেই সারগুলি মাসে একবার করে আট থেকে দশটি টবের ওপর ছড়িয়ে দেবেন। আর হাড়ের গুঁড়ো বা বোন মিল 15 থেকে কুড়ি দিন অন্তর অন্তর এক চামচ করে গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন। হর্ন মিল দেবেন গাছের গোড়ায় 15 থেকে কুড়ি দিন অন্তর এক থেকে দেড় চামচ করে। আর পটাশ সার মাসে একবার এক চামচ করে গাছের গোড়ায় একটু মাটি খোদাই করে নিয়ে ছড়িয়ে দেবেন তাহলে ভীষণ ভালো হয়। এইভাবে বাড়িতে গোলাপ ফুল চাষ করুন এবং তার আনন্দ উপভোগ করুন।