Skin Care: উজ্জ্বল ত্বক পেতে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন এই ফেসপ্যাক, রইলো ঘরোয়া টিপস

Oily Skin Care Tips সবার ত্বক সমান হয় না এটা নিশ্চয় জানেন। আর তারই সাথে এটাও নিশ্চয় জানেন যে আপনার ত্বকের ধরন কেমন। ত্বক নিয়ে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তৈলাক্ত ত্বকের মানুষরা। এনারা যা কিছু ত্বকে ব্যবহারও করতে পারেন না। এই বিষয়ে এনাদের খুব সজাগ থাকতে হয় বাজার চলতি প্রোডাক্টটি অয়েলি স্কিনের জন্য কিনা। তবে, তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়ার জন্য আজ ৩টি ঘরোয়া ফেসপ্যাক-এর ব্যাপারে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি।
১) নিমপাতার ফেসপ্যাক :
প্রথমে নিমপাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে বেটে নিন। এরপর এর সঙ্গে লেবুর রস মিশিয়ে সারা মুখে মেখে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে ধুয়ে মুখ ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের সমস্যা দুর করবে।
২) মুসুর ডালের ফেসপ্যাক :
এর জন্য ২ চামচ মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রাখুন। তারপর এর পেস্ট বানিয়ে এর মধ্যে ১ চামচ টকদই ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের সমস্যা দুর করার পাশাপাশি ত্বককে কোমল করবে।
৩) শশার ফেসপ্যাক :
এর জন্য প্রথমে শশা গ্রেট করে নিন। তার মধ্যে মেশান লেবুর রস। এরপর এই মিশ্রণ ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হয়ে গেলে মুখে মাখুন। অথবা এটি ট্রে-তে রেখে আইস কিউব বানিয়ে মুখে ম্যাসাজ করতেও পারেন। দুটি পদ্ধতিই তৈলাক্ত ত্বকের সমস্যা দুর করবে। সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন এই ফেসপ্যাক।
বিদ্র : Humppy-এর কাজ কেবল তথ্য প্রদান করা। যে কোনো কিছু নিজের উপর প্রয়োগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করুন।