Advertisement
Lifestyle

Hair Care: চুল পড়া বন্ধ করে লম্বা, ঘন ও সিল্কি চুল পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন হারবাল শ্যাম্পু, রইল ঘরোয়া টিপস

Advertisement
Advertisements

প্রাকৃতিকভাবে চুলের যত্ন নিতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন হারবাল শ্যাম্পু। এই শ্যাম্পু আপনার চুলকে প্রাকৃতিকভাবে মজবুত করে তুলবে। চুল হবে লম্বা, ঘন ও সিল্কি। এই শ্যাম্পু বানাতে মূলত লাগবে তিনটি উপাদান – রিঠা, সিকাকাই ও আমলকী। এছাড়া আপনার যদি খুশকি থাকে তাহলে ৮-১০ টা নিমপাতা, মেথি ও হাফ কাপ লেবুর রস ব্যাবহার করতে পারেন।

Hair Care: চুল পড়া বন্ধ করে লম্বা, ঘন ও সিল্কি চুল পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন হারবাল শ্যাম্পু, রইল ঘরোয়া টিপস

Advertisements

শ্যাম্পু বানানোর জন্য প্রথমে একটি পরিষ্কার পাত্রে মিনারেল ওয়াটার নিয়ে তার মধ্যে রিঠা, সিকাকাই, শুকনো আমলকী ও মেথি ভিজিয়ে রাখুন। কাঁচা আমলকীর জুস বের করেও ব্যাবহার করতে পারেন। পরদিন দেখবেন উপাদান গুলি সব ভালোভাবে ভিজে গেছে এবং জলের রং পরিবর্তন হয়েছে। এরপর ওই উপাদানগুলি কচলে নিন কিছুক্ষন। তাহলে দেখবেন ফেনা হবে। এরপর মধ্য আঁচে ৫ মিনিট ওই মিশ্রণ ফুটিয়ে নিন।

Advertisements
Hair Care: চুল পড়া বন্ধ করে লম্বা, ঘন ও সিল্কি চুল পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন হারবাল শ্যাম্পু, রইল ঘরোয়া টিপস
কাঁচা আমলকী, প্রতীকী ছবি

 

Hair Care: চুল পড়া বন্ধ করে লম্বা, ঘন ও সিল্কি চুল পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন হারবাল শ্যাম্পু, রইল ঘরোয়া টিপস
লেবুর রস, প্রতীকী ছবি

এরপর আঁচ থেকে নামিয়ে ওই মিশ্রণ ঠান্ডা করে ছাকনি অথবা সুতির কাপড় দিয়ে ছেকে নিন একটি কনটেইনারে। এটি আপনার এক মাস ফিজে সংরক্ষণ করে ব্যাবহার করতে পারবেন। ব্যবহার করার সময় একটি স্প্রে বোতলে ভরে নেবেন কারণ এটি লিকুইড শ্যাম্পু। আর এটি যেহেতু সম্পূর্ন হারবাল তাই ফেনা কম হবে আর শ্যাম্পুর পরিমাণ বেশি লাগবে।

Hair Care: চুল পড়া বন্ধ করে লম্বা, ঘন ও সিল্কি চুল পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন হারবাল শ্যাম্পু, রইল ঘরোয়া টিপস
প্রতীকী ছবি

রিঠা শ্যাম্পুর ফ্যানা করে। এটিকে সোপ নাটসও বলা হয়ে থাকে। এটি চুলের ময়লা পরিষ্কার করে। সিকাকাই চুলকে সিল্কি করে। এটি অনেকটা তেতুলের মতো দেখতে হয়। আর আমলকী ও মেথি চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে। চুল পড়া বন্ধ করতে, চুল লম্বা ও ঘন করতে সাহায্য করে। তাহলে আর দেরি কেন? আজই বাড়িতেই বানিয়ে ফেলুন হারবাল শ্যাম্পু।