Advertisement
Lifestyle

Lifestyle: খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন অ্যালোভেরা জেল, জেনে নিন পদ্ধতি

Advertisement
Advertisements

ত্বকের যত্নে এবং রূপচর্চায় অ্যালোভেরা জেল যে কতটা উপকারী তা আমরা সবাই জানি। বাজারে নামী দামী বিভিন্ন কোম্পানির অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়। কিন্তু ঘরে বানানো জিনিসের কোনো তুলনা হয় না। তা হয় সম্পূর্ন বিশুদ্ধ। তো চলুন জেনে নেওয়া যাক বাড়িতে সম্পূর্ন প্রাকৃতিক উপায়ে কিভাবে অ্যালোভেরা জেল বানাবেন।

 

Advertisements

উপকরণঃ অ্যালোভেরা পাতা ৬টি, গ্লিসারিন ৫ ফোঁটা, ভিটামিন ই ক্যাপসুল ৩টি

Advertisements

পদ্ধতি : ৬টি অ্যালোভেরা পাতা নিয়ে তার থেকে জেল বের করে নিন। এরপর মিক্সার গ্রাইন্ডারে জেল দিয়ে ভালো করে পেস্ট করে নিন। তারপর ছাকনি দিয়ে ছেকে নিন। এরপর অ্যালোভেরা জেলের সেই মিশ্রণের মধ্যে ৫ ফোঁটা গ্লিসারিন ও ৩টি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

 

তারপর সেই মিশ্রণ একটি পশ্রিকার কৌটোর মধ্যে ঢেলে নিন। এরপর ২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। ২ ঘণ্টা পর দেখবেন একদম দোকানের মতোই থকথকে অ্যালোভেরা জেল রেডি হয়ে যাবে। কিন্তু তা সম্পূর্ন বিশুদ্ধ। ৬ মাস পর্যন্ত এটি ব্যাবহার করতে পারবেন। সবথেকে বেশি ভালো হবে এটি ফ্রিজে রাখলেই। যখন ব্যাবহার করবেন তার ৩০ অথবা ১৫ মিনিট আগে বের করে নেবেন।