Lifestyle

গাছে ন্যাপথলিন দিলে কি হয়? দেখুন নিজের চোখে

Advertisement

নিজের শখের গাছে সারা বছর দুর্দান্ত ফলন দেবে এটাই তো চেয়ে থাকেন সকলে। কিন্তু যে কোনো গাছ তৈরী করা খুব কিন্তু সহজ হয় না। পোকা আক্রমণ করে, পাতা কুঁকড়ে যায়। লেবু থেকে বেগুন সব গাছেই পোকার বিভিন্ন আক্রমণ থাকেই। যার ফলে ফুল ঝরে যায় আবার কোনো সময় বছর পেরিয়ে গেলেও ফলন আসে না। এসব কিছু থেকে মুক্তি পেতে অবশ্যই বাগানের সেসব গাছে আপনাকে ন্যাপথলিন (Naphthalene) প্রয়োগ করতে হবে।

গাছে ন্যাপথলিন দিলে কি হয়? দেখুন নিজের চোখে

না না, কোনো মজা নয়। আদতেই ন্যাপথলিন খুবই উপকারী একটি বস্তু। কিন্তু সেটি গাছের উপর কিভাবে প্রয়োগ করবেন তা নিচে দেখানো হলো।

১) প্রথমে একটা পাত্রে ২৫০ মিলি সাধারণ জল নিয়ে নিন।

গাছে ন্যাপথলিন দিলে কি হয়? দেখুন নিজের চোখে

২) এবার কাপড় কাঁচার সাবান সেই জলের মধ্যে কিছু পরিমান নিয়ে নিন।

৩) তিনটি পান পাতা নিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলুন।

গাছে ন্যাপথলিন দিলে কি হয়? দেখুন নিজের চোখে

৪) তারপরে ভালো করে সেই পান পাতা থেকে কচলে কচলে রস বের করে নিয়ে জলের মধ্যে মিশিয়ে নিন।

৫) একটা বড়ো পাত্রে এই সব জিনিস গুলি নিয়ে ভালো করে মিশিয়ে নিন।

গাছে ন্যাপথলিন দিলে কি হয়? দেখুন নিজের চোখে

৬) বেশ কয়েকদিন যাতে রাখতে পারেন তার জন্য দুই চামচ ভিনিগার মিশাতে পারেন।

৭) এবার সবশেষে এক চামচ ন্যাপথলিনের গুঁড়ো মিশিয়ে দিন।

৮) ঘণ্টা দুয়েক রেখে দিলে দ্রবনটি সম্পূর্ণ তৈরী হয়ে যাবে।

৯) স্প্রে বোতলে ভরে নিয়ে নিশ্চিন্তে গাছের উপরে স্প্রে করতে থাকুন প্রতি ৭ দিন অন্তর। দেখবেন কোনো পোকা কিংবা গাছে কোনোরকম রোগ আক্রমণ করবে না।