
গরম কাল মানে ঘরে ফ্যানের কোনো স্বস্তি নেই। দিন হোক কি রাত সর্বদা চলতেই থাকছে। ঠিক সেইরকমই আবার প্রতিটি বাড়ির ফ্রিজ। খাবার থেকে ঠান্ডা জল, সবজি থেকে সস সবকিছুই থাকে সেখানে। বিদ্যুতের বিলেও যে বিশেষ চাপ পড়বে তা নিয়ে ইতিমধ্যেই মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। কিন্তু বিলের ভয়ে তো আর গরমে ফ্রিজ বন্ধ রাখা যায় না। তবে কয়েকটি জিনিস মাথায় রাখলে সারা দিন ফ্রিজ চালিয়ে বিল কম আসবে। কী ভাবে চালাবেন ফ্রিজ?
১) সঠিক পদ্ধতিতে ফ্রিজ চালান –
অনেকের বাড়িতেই ২৪ ঘন্টা ফ্রিজ চলে। কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিছু সময়ের জন্য আপনি ফ্রিজ বন্ধ করে রাখতে পারবেন। আবহাওয়া এবং প্রয়োজন অনুযায়ী ফ্রিজের তাপমাত্রা ঠিক করুন। গরমে ফ্রিজের তাপমাত্রা কমিয়ে রাখুন আর শীতকালে রাখুন বাড়িয়ে।
২) খালি ফ্রিজ রাখবেন না –
ফ্রিজের ভিতরে জায়গা ফাঁকা থাকলে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতাও তত কমে যাবে। তাই ফ্রিজ খালি অবস্থায় না চালানোই ভাল। এতে বেশি পরিমানে বিদ্যুৎ বিল ওঠে। ফ্রিজ যত পারবেন ভরে রাখুন ফলে ভিতরে বেশি বাতাস চলাচল করবে।
৩) ফ্রিজের দরজা খোলা রাখবেন না –
অনেকেই ভুল মনে কোনো জিনিস ঢোকানোর পর পূর্ণ দরজা বন্ধ করেন না। তার ফলে ভিতরের ঠান্ডা বাইরে বেরিয়ে যায়। কম্প্রেসারের উপর চাপ পড়ে। ফ্রিজ নিজেকে ঠান্ডা রাখার জন্য বাড়তি বিদ্যুত খরচ করে। তাই কোনসময় দরজা একটুও খুলে রাখবেন না।
এছাড়াও এখনকার সময়ে নতুন ফ্রিজ গুলি খুব অল্প বিদ্যুৎ ব্যবহার করে। তাই আপনার ফ্রিজ যদি বহুদিনের পুরনো হয়ে থাকে তাহলে বদলে নতুন ফ্রিজ নিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।