Lifestyle
Neem Skin Care : রাতারাতি দূর হবে ব্রণ ও ত্বক হবে উজ্জ্বল! ব্যবহার করুন নিম পাতার এই ঘরোয়া ফেসপ্যাক

আজকাল রাস্তাঘাটে এত পলিউশন যে মানুষের নিঃশ্বাস নেওয়াটাই কষ্টের। আর এই পলিউশনের প্রভাব পুরোপুরি এসে পরে মুখের উপর। যারফলে ব্রণের মতন সমস্যা দেখা দেয়। অনেকেই আছেন ত্বকের নানান সমস্যায় বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। তবে, আজ আপনাদের সঙ্গে ঘরোয়া কয়েকটি ফেসপ্যাকের কথা শেয়ার করবো। নিম আমাদের ত্বকের যত্নে কতটা উপকারী তা আশাকরি কাউকে বলে দেওয়ার নয়।
আর আজ এই নিমপাতা দিয়েই কয়েকটি ঘরোয়া ফেসপ্যাকের কথা বলবো যা ব্যবহার করলে ব্রণ সারবে নিমেষেই। চলুন তবে দেখে নেওয়া যাক ফেসপ্যাক গুলি কিভাবে বানাবেন।
- নিম,বেসন ও হলুদের ফেসপ্যাক : ১ টেবিল চামচ নিম পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ বেসন, আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো, আধা টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে হালকা হাতে মিনিট পাঁচেক স্ক্রাব করে নিন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুঁয়ে নিন।
- নিম ও লেবুর ফেসপ্যাক : ব্রণ কমানো থেকে শুরু করে ব্রণের দাগছোপ হালকা করতে এই ফেসপ্যাকটি ব্যাপক কার্যকারী। ২ টেবিল চামচ নিম পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এরপর মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুঁয়ে ফেলুন।
- নিম ও শসার ফেসপ্যাক : ব্রণ কমাতে এই প্যাকটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই শসা পেস্ট করে নিন। এরপর তারমধ্যে ১ চা চামচ নিম পাতার গুঁড়ো, ১ চা চামচ আরগান অয়েল মিশিয়ে মুখে লাগান। এরপর শুকিয়ে গেলে ধুঁয়ে ফেলুন।
- নিম ও চন্দনের ফেসপ্যাক : ২ টেবিল চামচ নিম পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ চন্দন পাউডার, ১ টেবিল চামচ গোলাপ জল ও পরিমান মতো জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এরপর ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে দিন। তারপর ঠান্ডা জলে মুখ ভালো করে ধুঁয়ে নিন।
তাহলে আর চিন্তা কিসের এই প্যাকগুলি ব্যবহার করে নিমেষেই ব্রণর সমস্যা থেকে মুক্তি পান।