×
Lifestyle

ঠোঁট হবে গোলাপি ও সুন্দর! এইভাবে ব্যবহার করুন ধনেপাতা, ফল পাবেন হাতেনাতে

প্রত্যেক নারীর সৌন্দর্য্যের প্রধান একটি অঙ্গ হল ঠোঁট। নরম, কোমল, গোলাপি ঠোঁট যেমন দেখতে আকর্ষণীয় তেমনই আবার এই সৌন্দর্য্য আপনার লুককে বাড়িয়ে তোলে হাজার গুণ। তবে, অনেকেই আছেন যাদের ঠোঁটে বিভিন্ন কারণে কালচে দাগ পরে যায়। যার কারণে দেখতে খুব বাজে লাগে। অনেক চেষ্টা করেও সেই দাগ তুলতে পারেন না। তবে, এই নিয়ে কিন্তু চিন্তা করার কারণ নেই।

ঠোঁট হবে গোলাপি ও সুন্দর! এইভাবে ব্যবহার করুন ধনেপাতা, ফল পাবেন হাতেনাতে -

আজ আপনাদের সঙ্গে এমন একটি টোটকার কথা শেয়ার করবো যা একেবারে জাদু দেখাবে। ঠোঁট কালোর সমস্যার নিমেষেই হবে সমাধান। কিন্তু সেটা কি তাই ভাবছেন নিশ্চই? সেটি হল ধনেপাতা। জানি শুনে অবাক হচ্ছেন। কিন্তু এটাই সত্যি। সামান্য এই ধনেপাতা যেমন খাবারের স্বাদ বাড়িয়ে তোলে কয়েকগুন, তেমনই আবার এই ধনেপাতাই ঠোঁটের কালো দাগ দূর করে নিমেষে। কিন্তু কিভাবে তা জানেন কি?

ঠোঁট হবে গোলাপি ও সুন্দর! এইভাবে ব্যবহার করুন ধনেপাতা, ফল পাবেন হাতেনাতে -

প্রথমেই কিছুটা ধনেপাতাকে ভালোভাবে ধুঁয়ে নিতে হবে। এরপর কুচি কুচি করে কেটে একটি বাটিতে রাখুন। তারপর একটি চামচ দিয়ে পাতা গুলোকে থেতলে নিতে হবে। এরপর এই থেঁতলানো পাতা ঠোঁটে ব্যবহার করতে হবে। আর তাহলেই হবে কামাল। কিছুদিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে, ঠোঁটের কালচে ভাব দূর হয়ে গেছে। এমনকি ধীরে ধীরে আপনার ঠোঁটে গোলাপী রং দেখা দেবে।

ঠোঁট হবে গোলাপি ও সুন্দর! এইভাবে ব্যবহার করুন ধনেপাতা, ফল পাবেন হাতেনাতে -

তাহলে আর চিন্তা কিসের? এবার থেকে আর ঠোঁট লুকিয়ে নয় বরং সঠিক পদ্ধতি ব্যবহার করে ঠোঁটকে করে তুলুন সুন্দর ও আকর্ষণীয়। আর তাহলে বলা যায় যে, কিছুদিনের মধ্যেই আপনার ঠোঁট আকর্ষণীয় হয়ে উঠবে।

ঠোঁট হবে গোলাপি ও সুন্দর! এইভাবে ব্যবহার করুন ধনেপাতা, ফল পাবেন হাতেনাতে -