নামি-দামি তেল ও শ্যাম্পুকে বলুন টাটা! এই পাতার ব্যবহারেই বন্ধ হবে চুল পড়া

নারীর কেশেতেই বেশ। একথা আমরা প্রায়শই মা-ঠাকুমাদের মুখে শুনে থাকি। একঢাল লম্বা, সুন্দর, কালো, ঘন চুল কার না পছন্দ বলুন তো দেখি? এখনকার সমাজ পোশাক বলুন বা স্টাইল সবদিক থেকে থেকে আগের চেয়ে অনেক বেশি উন্নত। আর তাইতো বিভিন্ন সাজগোজের পাশাপাশি চুলেরও নানান রকমের স্টাইল তারা করে থাকেন। তাতে স্টাইলিশ দেখালেও ক্ষতি হচ্ছে অনেকটা। আর এসব কারণে চুল পড়া, ডগা ফাটা এসব সমস্যা তো লেগেই আছে।
বলতে গেলে এসব ছাড়াও নিত্যনৈমিত্তিক নিয়মে যেন চুল পরেই চলে। মার্কেটের নামীদামী ব্র্যান্ডের প্রোডাক্ট বলুন বা ঘরোয়া টোটকা কোনোকিছুই যেন চুল পড়ায় লাগাম টানতে পারেনা। তবে আজ এমন একটি টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটি লাগালেই কিনা বন্ধ হবে চুল পড়া। যেকোনো শুভ অনুষ্ঠানে বলুন বা মুখ শুদ্ধি হিসেবে পান ব্যবহার করা হয়।
এছাড়াও পুজোতে বলুন বা রূপচর্চার কাজে পান কিন্তু জরুরি। তবে, জানেন কি এই পান কিন্তু চুলের যত্নেও বেশ উপকারী। কিন্তু কিভাবে এটি ব্যবহার করবেন তাই ভাবছেন নিশ্চই? চলুন তবে দেখে নেওয়া যাক।
1. ২ চামচ নারকেল তেল, ১ চামচ ক্যাস্টর অয়েল ও পান পাতা পিষে নিয়ে একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিন। এরপর স্ক্যাল্পে ঘষে ঘষে ম্যাসাজ করার নিন। এতে দেখবেন চুল পড়া অনেক কমে যাবে।
2. তবে, শুধুই যে চুলপড়া কমাতে পান উপযোগী তা কিন্তু একেবারেই নয়। চুলের জেল্লা ফেরাতেও পানপাতা কিন্তু সমানভাবে উপযোগী। আর তাই নারকেল তেলের সঙ্গে পান পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপর হালকা হাতে ম্যাসাজ করে নিন। এতে একদিকে যেমন চুল পড়া বন্ধ হবে তেমনই চুলে আসবে জেল্লা। তাহলে জেনে গেলেন কিভাবে পান পাতা ব্যবহার করে চুল পড়া বন্ধ করবেন।