×
Lifestyle

বর্ষার মরশুমে বাড়ির দেওয়ালের ড্যাম্প দূর করার সেরা ৫ টি ঘরোয়া টিপস

বর্ষার মরশুমে বাড়ির দেওয়াল সবসময়ই ভিজে থাকছে। আর তারফলে ড্যাম্প পড়ে যায়। আর এই ড্যাম্প এর কারণে জামাকাপড় থেকে শুরু করে বই দামি দামি জিনিসপত্র সব কিছুই নষ্ট হয়ে যায়। তবে, ড্যাম্প থেকে বাঁচার জন্য আজ আপনাদের কয়েকটি টিপস বলবো। চলুন জেনে নেওয়া যাক কি কি

বর্ষার মরশুমে বাড়ির দেওয়ালের ড্যাম্প দূর করার সেরা ৫ টি ঘরোয়া টিপস -

১.অনেক সময় রান্নাঘরেও ড্যাম দেখা যায়। আর তার প্রধান কারণ হল চিমনি। সারাক্ষন চিমনি ব্যবহার করলে রান্নাঘরের দেওয়ালে তেলচিটে ময়লা জমে যায়। আর সেই থেকে দেওয়াল অধিক পরিমানে ক্ষতিগ্রস্ত হয়।

২. দরজা, জানলা বন্ধ করে সারাদিন যদি এসি চালানো হয় সেক্ষেত্রেও ঘরে ড্যাম্প হতে পারে। আর তাই সারাদিন এসি না চালিয়ে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে এসি চালান।

বর্ষার মরশুমে বাড়ির দেওয়ালের ড্যাম্প দূর করার সেরা ৫ টি ঘরোয়া টিপস -

৩.সবসময় ঘরের দরজা জানলা বন্ধ রাখলে সেক্ষত্রে আলো- বাতাসের অভাবে ঘরে ড্যাম্প পড়ে যায়। আর তাই নিয়মিত ঘরের দরজা, জানলা খোলা রাখুন।

৪.ঘরের দেওয়ালের কোন জায়গায় যদি ড্যাম্প দেখা যায় তাহলে আগে খেয়াল রাখুন সেই জায়গা থেকে কোন লিকেজ হচ্ছে নাকি। আর তাহলে কোন মিস্ত্রি এনে সারিয়ে নিন।

বর্ষার মরশুমে বাড়ির দেওয়ালের ড্যাম্প দূর করার সেরা ৫ টি ঘরোয়া টিপস -

৫. দেওয়ালে ড্যাম্প পড়ার পাশাপাশি অনেক সময় ফাংগাল গ্রোথ দেখা যায়। আর তাই সবান জল দিয়ে সেই জায়গা পরিস্কার করে নিতে হবে।