Kitchen Hacks For Cleaning: বাসনের জেদি দাগ তোলার দুর্দান্ত কিছু টিপস, কষ্ট হবে না বেশি!

Kitchen Hacks For Cleaning: এই যে মানুষ প্রতিদিন হাড়ভাঙা খাটুনি করে তার অন্যতম প্রধান কারণ হল অন্ন সংস্থান করা। আর খেতে গেলে রান্নাবান্না তো করতেই হয়। আর তাই হাঁড়ি, কড়াই, থালা এসব তো লাগেই। আর রান্নার কাজে আসলে কখন যে কোন বাসন পুড়ে যায় সেটা কিন্তু আগে থেকে বোঝার উপায় নেই। কিন্তু পরে দেখা যায় সেই দাগ তোলা যায়না। প্রতিটি মানুষের রান্নাঘরে এমন কোনো না কোনো বাসন রয়েছে যেটিতে কালো, হলুদ পোড়া দাগ থাকে।
আর সেই দাগ তুলতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায়। তবে,আজ আপনাদের এই প্রতিবেদনে এমন কিছু টিপস শেয়ার করবো যেটির মাধ্যমে আপনারা সহজেই বাসনের দাগ দূর করতে পারবেন। অনেকেই আছেন বাসনের পোড়া দাগ তুলতে স্ক্রাবিং থেকে শুরু করে হাতে ঘষা কিছুই বাদ রাখেন না। কিন্তু তারপরেও তারা দাগ তুলতে ব্যর্থ।
আজ আপনাদের এমন ৩ টি পদ্ধতি বলবো যেটা একেবারে জাদুর মতো কাজ করবে। চলুন তবে দেখে নেওয়া যাক।
১.হলুদ দাগযুক্ত বাসন পরিষ্কারের পদ্ধতি:
- প্রথমেই বাসন থেকে আবর্জনা ফেলে দিন। এরপর ২ কাপ জেলে ১ কাপ ভিনিগার মিশিয়ে হলুদ দাগযুক্ত বাসন সারারাত ভিজিয়ে রাখুন। তারপর সকালে জলের সঙ্গে লিকুইড জেল মিশিয়ে ভালোকরে বাসন মেজে ধুঁয়ে নিন। তাহলেই দেখবেন বাসন চকচক করবে।
২.বাসন থেকে তেল ছাড়ানোর পদ্ধতি:
- পাত্রের তেলভাব দূর করতে প্রথমেই পাত্রটিকে গরম জল দিয়ে ভরে নিন। আর ওই জলের সঙ্গে মেশান বেকিং সোডা। এরপর লিকুইড জেল ব্যবহার করে স্পঞ্জ দিয়ে পাত্রটিকে মেজে ধুঁয়ে নিন। তাহলেই দূর হবে তেলভাব।
৩.জলে মুছে রাখুন:
- পাত্রে জলের দাগ দেখতে বড়ই বেমানান। জলকে যখন বাতাসের সংস্পর্শে শুকনোর জন্য ছেড়ে দেওয়া হয় তখন এতে খনিজ পদার্থ জমা হয়। আর যা তখন সাদা দাগ হিসেবে ফুটে ওঠে। আর তাই সেগুলি যাতে না হয় তাই বাসন ধোঁয়ার পর জল মুছে রাখুন।
তাহলে, আর চিন্তা কিসের খুব সহজেই এবার বাসনের দাগ দূর করুন।