নেই কোনো ঝামেলা! এখন লেবুর ডাল থেকেই হবে সম্পূর্ণ লেবু গাছ, শিখে নিন বিশেষ পদ্ধতি

লেবু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ভিটামিন সি আছে লেবুতে। এই কারণে লেবু ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তাছাড়া মুখের রুচি ফেরাতেও লেবুর জুড়ি নেই। ডাক্তার ও ডায়েটিশিয়ানরা সবসময় লেবু বেশি করে খেতে বলেন। এই অবস্থায় বাড়িতে যদি লেবু গাছ থাকে কেমন হয়? শুধুমাত্র লেবু ডাল থেকে আপনি লেবু গাছ তৈরি করতে পারেন। লেবুর বিচি থেকে তৈরি চারাতে ফল আসতে অনেক দেরি হয়। কিন্তু ডাল থেকে তৈরি গাছে তাড়াতাড়ি ফল হয়। এর জন্য আপনার একটা ক্যাকটাস পাতা দরকার হবে।
লেবু কয়েকটি পরিনত ডাল কেটে নিন। ডালের নিচের দিকের ছাল ছুরি দিয়ে কেটে নিন। একটা ক্যাকটাস পাতায় লম্বালম্বি ভাবে পাতার সবুজ অংশ কেটে নিন। এই কাটা জায়গায় ডালের ছাল ছাড়ানো অংশ ঘষুন কয়েক মিনিট। এতে ক্যাকটাসের রস ওই জায়গায় লেগে যাবে। এবার একটা টিসু পেপার দিয়ে ডালের কাটা অংশ মুড়ে দিন।
একটা পাত্রে বা গ্লাসে জল ভরুন। জলের মধ্যে ডাল ডুবিয়ে দিন। টিসু লাগানো অংশ জলে ডুবে থাকে এইভাবে রাখতে হবে। রোদ যেন না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সম্ভব হলে ছায়ার মধ্যে রাখুন। ৩০ দিনের মধ্যে ডাল থেকে শিকড় ও নতুন পাতা বেরিয়ে আসবে।
শিকড় বেরিয়ে এলে শিকড়সহ ডালকে অন্য মাটিতে পুঁতে দিন। এই মাটিতে যথেষ্ট পরিমাণ সার থাকা প্রয়োজন। চাইলে গোরবরসার ইত্যাদি জৈব সার ব্যবহার করতে পারেন।কিছুদিনের মধ্যেই ডাল থেকে নতুন ডালপালা গজাতে শুরু করবে। এইভাবে আপনি লেবু চারা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই।