Lifestyle

কমলা লেবুর বীজ থেকেই করুন কমলা লেবুর গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন পদ্ধতি

Advertisement
Advertisements

এই তীব্র গরমে রস যুক্ত ফল খেতে কার না ইচ্ছা করে বলুন তো? তাহলে প্রথমেই আপনার মনে আসবে কমলালেবুর (Orange) কথা। বসন্ত কালের শুরু থেকে মধ্য বসন্ত পর্যন্ত কমলালেবুর চারা লাগাতে হয়। ভারতের জলবায়ুর উপর নির্ভর করে অক্টোবর থেকে মে মাস পর্যন্ত কমলালেবু ফলনের সময়। সারা পৃথিবীতে খুবই বিখ্যাত এই ফল। আর আমাদের দেশে তো প্রচুর পরিমানে কমলালেবু চাষ করা হয়। লেবুতে ভিটামিন বি৬ থাকে।

তবে নিজেদের বাড়িতে কিভাবে এই গাছ তৈরী করবেন জানেন? ছোট পাত্রে কমলালেবুর বীজ নিয়ে তা থেকে কিভাবে খুব সহজে কমলালেবু লেবু গাছ তৈরী করবেন দেখে নিন। নিচে ধাপে ধাপে জানানো হল-

  • প্রথমে একটি কমলালেবু নিয়ে তার মধ্যে থেকে ছোট ছোট বীজ গুলি বের করে নিন।

কমলা লেবুর বীজ থেকেই করুন কমলা লেবুর গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন পদ্ধতি

  • এরপর একটি বাটিতে ব্যবহার করা চা পাতা নিন।

কমলা লেবুর বীজ থেকেই করুন কমলা লেবুর গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন পদ্ধতি

  • এরপর ছাড়িয়ে রাখা কমলালেবুর বীজ গুলি সেই চা পাতার মধ্যে পুঁতে দিন। তার উপর দিয়ে চা পাতার একটা স্তর দিয়ে দিন।

কমলা লেবুর বীজ থেকেই করুন কমলা লেবুর গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন পদ্ধতি

  • তারপর খুব ভালো করে জল দিন।

কমলা লেবুর বীজ থেকেই করুন কমলা লেবুর গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন পদ্ধতি

  •  ১০-১২ দিনের মাথায় দেখবেন চা পাতা ভেদ করে ছোট ছোট চারা গাছ বেরিয়েছে।

কমলা লেবুর বীজ থেকেই করুন কমলা লেবুর গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন পদ্ধতি

  •  এইভাবে ৩০ দিন রেখে দেবেন। সেই সময়ে অনেকটাই বড়ো হয়ে যাবে। সেই পাত্র থেকে গাছ গুলিকে তুলে ফেলবেন।

কমলা লেবুর বীজ থেকেই করুন কমলা লেবুর গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন পদ্ধতি

  • এবার আলাদা ছোট পাত্র নিয়ে নেবেন। ঠিক একই পদ্ধতিতে ছোট ছোট বাটিতে বা কাপের মধ্যে চা পাতা দিয়ে চারা গাছ গুলিকে বসাতে পারবেন।

দেখে নিন ভিডিও-