Lifestyle

নেই কোন ঝামেলা! এখন বেদানা দিয়েই হবে সম্পূর্ণ একটি বেদানা গাছ! শিখে নিন বিশেষ পদ্ধতি

Advertisement
Advertisements

এই প্রখর তাপ প্রবাহের দিনে একটু তরমুজ কিংবা বেদানার রস আমাদের পড়ন্ত জীবনে চলন্ত ইঞ্জিনের মতো কাজ করে। তবে বাজার দোকানে ফলের যা দাম তাতে বেদানা কিনতে বেশ পকেট পুড়াতে হয় সাধারণ মানুষের। বাড়িতে টবে করবেন নাকি বেদানা (Pomegranate) গাছের চাষ? না না কোনো অতিরিক্ত খরচ কিংবা কষ্টকর পদ্ধতিতে করতে হবে না। শুধুমাত্র বাজার থেকে একটি ভালো বেদানা কিনে নিয়ে আসুন তাহলেই হয়ে যাবে।

নেই কোন ঝামেলা! এখন বেদানা দিয়েই হবে সম্পূর্ণ একটি বেদানা গাছ! শিখে নিন বিশেষ পদ্ধতি

১) বেদানা কেটে সেই দানা গুলি একটা পাত্রে জমিয়ে ফেলুন।

২) ছোট একটি পাত্র কিংবা টব নিন ও তার নিচে কয়েকটি ছিদ্র করে ড্রেনেজ সিস্টেমটি তৈরী করুন।

নেই কোন ঝামেলা! এখন বেদানা দিয়েই হবে সম্পূর্ণ একটি বেদানা গাছ! শিখে নিন বিশেষ পদ্ধতি

৩) বাড়িতে ব্যবহার করা চা পাতা ফেলে না দিয়ে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে দিন।

৪) সেই পাত্রের মধ্যে চা পাতা ভরে নিয়ে বেদানার ছাড়িয়ে রাখা দানাগুলি ছড়িয়ে উপরে আবারো চা পাতার একটা স্তর দিয়ে দিন।

নেই কোন ঝামেলা! এখন বেদানা দিয়েই হবে সম্পূর্ণ একটি বেদানা গাছ! শিখে নিন বিশেষ পদ্ধতি

৫) ভালো করে জল দিন ও এক মাসের জন্য একইভাবে রেখে দিন।

৬) ৩০ দিন পরে দেখতে পাবেন গাছ বেরিয়েছে। সেই টবের থেকে মাটি সমেত গাছ বের করে বড়ো কোনো জায়গায় রোপন করুন। এর ফলে সঠিক পরিচর্যা হলে বাড়িতেই অধিক মিষ্টি বেদানা আপনি খেতে পারবেন।