Lifestyle
নেই কোন ঝামেলা! এখন অ্যালোভেরা দিয়েই বানিয়ে ফেলুন নতুন আমের চারা, শিখে নিন বিশেষ পদ্ধতি

গ্রীষ্মকাল মানেই আম খাওয়ার সময়। ফলের রাজা আম তাই এই সময়ে বাজারে শুধুই রাজার ছড়াছড়ি। তবে জানেন কি এখন বছরভর বাজারে পর্যাপ্ত পরিমানে আম পাওয়া যায় না। তাই বাড়িতে আমের ডাল থেকেই সম্পূর্ণ একটি আম গাছ আপনি তৈরী করতে পারবেন। বাড়িতে জায়গা না থাকলেও সমস্যা নেই। মাটি বা অন্য কোনো জায়গা ছাড়াই এই গাছ সহজেই তৈরী করে ফেলতে পারবেন। আজ সেই বিশেষ পদ্ধতি আপনাদের নিচে ধাপে ধাপে দেখানো হলো।
- পূর্ণ বয়স্ক গোটা আমের ডাল নিয়ে তার পাতা গুলি ছেঁটে নিন।
- ডালের গোড়াটি কেটে নিয়ে অ্যালোভেরা জেলের মধ্যে ভালো করে মাখিয়ে নিন।
- এবার আপনাকে একটি প্লাস্টিকের বোতল নিতে হবে। সেটার মুটকি কেটে নিয়ে সেই গাছের ডালটি ঢুকিয়ে বোতলের মধ্যে ভরে দিন।
- বোতলের মধ্যে যেন অবশ্যই জল ভরা থাকে।
- প্রায় ৪০ দিন এইভাবে সূর্যের আলোর থেকে দূরে রেখে দেবেন।
ব্যাস এবার আপনাকে যেতে হবে এই আম গাছের দ্বিতীয় পর্যায়ে।
- একটা পাত্রে মাটি, ধানের তুস, বাদামের খোসা ও জৈব সার মিশিয়ে মাটি তৈরী করে নেবেন।
- সেই গাছের ডাল এবার একটা তবে তৈরী করা মাটির মধ্যে পুঁতে দিন।
- গাছের গোড়ায় সকাল বিকাল জল দেবনে। কিন্তু স্যালাইন চ্যানেল করে সর্বদা জল দিতে পারবেন।
ব্যাস এবার ৩০ দিন পর পর দেখবেন গাছের গ্রোথ কেমন বড়ো হোয়ে গেছে। তবে এই ধরণের গাছে আম ধরতে কিন্তু মাস ছয়েক সময় লাগে।