Lifestyle
নেই কোন ঝামেলা! এখন লিচুর বীজ থেকেই হবে সম্পূর্ণ নতুন একটি গাছ, শিখে নিন বিশেষ পদ্ধতি

এই গরমে প্রধান খাদ্য হচ্ছে আম-জাম-লিচু। জামাইষষ্ঠী থেকে গরমের থেকে স্বস্তি সব কিছুতেই থাকে এই ফল। সেই ফলের মধ্যেই বিখ্যাত লিচু (Lichi)।
এই ফলটি কার্যত গ্রাম বাংলার একটি বিখ্যাত ফল।সবসময় কি শুধু লিচু বাজার থেকে কিনে খাবেন। না আজ আপনাদের শেখানো লিচুর বীজ থেকে কিভাবে খুব সহজেই অঙ্কুরোদ্গম করবেন।
তারপরে নিজের বাড়িতে মাটিতে কিভাবে টবে এই লেবু গাছের চাষ করবেন তা নিচে ধাপে ধাপে জানানো হলো।
- প্রথমে কয়েকটি লিচুর বীজ ছাড়িয়ে নিয়ে একটা ন্যাপকিনের মধ্যে পেঁচিয়ে নিন।
- ন্যাপকিন হালকা জলে ভিজিয়ে নিয়ে হাওয়া ঢোকে না এমন কৌটো কিংবা কোনো পাত্রের মধ্যে রেখে দিন।
- তিন দিন পরেই সেই লিচুর বীজ গুলি থেকে অঙ্কুরোদ্গম হতে দেখা যাবে।
- এবার একটা পাত্রে ৫০% মাটি ও ৫০% কম্পোসড সার নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- সেই মাটির মধ্যে বীজ গুলি পুঁতে দিন।
- এবার সাত দিন পরে দেখবেন কেমন সেই গাছ বড়ো হয়ে গেছে।
- গাছের সঠিক পরিচর্যা করতে থাকলে এক বছরের মধ্যে লিচুর ফলন দেখতে পাবেন।
- আপনার লিচু গাছটি অনেক বড়ো হয়ে গেলে বাড়িতে ফাঁকা কোনো জমি বা জায়গা থাকলে সেখানেই পুঁতে দেবেন ভালো হবে।