নেই কোন ঝামেলা! এখন জল দিয়ে বাড়িতেই চাষ করুন আঙ্গুর, শিখে নিন বিশেষ পদ্ধতি

তীব্র গরমে তরমুজ কিংবা আঙ্গুর এই দুটি ফলই আমাদের শরীর ও মনকে একমাত্র স্বস্তি দিতে বাধ্য। তবে তার মধ্যে বিদেশী এই ফল অর্থাৎ আঙ্গুরের চাহিদা আকাশছোঁয়া। আঙুরে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম থাকে। শরীরের জন্য খুবই ভালো এই ছোট সুন্দর ফলটি। তবে জানেন কিভাবে নিজেরাই বাড়িতে বাগানে ও টবে এই দুর্দান্ত ফলটির চাষ করবেন? বাজার চলতি আঙ্গুর থেকে আপনি বাড়িতে শুধুমাত্র কিছু ঘরোয়া ও সহজ পদ্ধতিতে আঙ্গুর থেকে চারা গাছ তৈরী করে নিতে পারবেন।
১) প্রথমে কয়েকটি সুন্দর আঙ্গুরের দানা নিয়ে নিন।
২) এবার একটা পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়ে আঙ্গুরের মাঝ বরাবর মুখের উপর পেঁয়াজের রস লাগিয়ে নিতে হবে।
৩) এবার একটা প্লাস্টিকের গ্লাসে দুটি টুথপিক নিয়ে এদিক ওদিক ফুটো করে সজতো করে একটা ব্রিজ বানিয়ে নিন।
৪) এবার গ্লাসের মধ্যে জল ভর্তি করে নিন।
৫) সাথেই টুথপিকের মাঝের দুটোর মধ্যে আঙ্গুর উল্টো করে বসিয়ে দিন যাতে মুখ গুলি জলের দিকে থাকে।
৬) রোদের থেকে একটা পাত্র দিয়ে ঢেকে টানা ১৫ দিন রাখুন তারপরেই দেখবেন আঙ্গুর থেকে ছোট চারা গাছ বেরিয়েছে।
৭) পরে আপনি সেই গাছ বড়ো যে কোনো টবে প্রতিস্থাপন করতে পারেন।
৮) সঠিক ভাবে যত্ন করলে সেই চারা থেকে খুব ভালো ও বড়ো আঙ্গুর ফল পাবেন।