×
Lifestyle

নেই কোনো ঝামেলা! এখন সহজেই তৈরি করতে পারেন কামরাঙা গাছ, শিখে নিন বিশেষ পদ্ধতি

কামরাঙা খেতে অনেকেই পছন্দ করেন। এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কেমন হয় বলুন তো? কামরাঙা গাছ করা কিন্তু একদমই কঠিন নয়। আসুন দেখা যাক।

নেই কোনো ঝামেলা! এখন সহজেই তৈরি করতে পারেন কামরাঙা গাছ, শিখে নিন বিশেষ পদ্ধতি -

মাটি
যেকোন ধরনের মাটিতেই কামরাঙা ভালো জন্মায়। মাটির সঙ্গে কিছু জৈব সার ও বালি মিশিয়ে নিন। সারের মধ্যে গোবরসার বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। পাতা পচা সারও দেওয়া যায়। মাটি সার ও বালির অনুপাত ৫০-২০-২০ হলেই ভালো। মাটি ঝুরঝুরে হওয়া প্রয়োজন। এর সঙ্গে ১ মুঠো করে নিমখোল, শিংকুচি ও হাড়গুঁড়ো যোগ করতে হবে।

নেই কোনো ঝামেলা! এখন সহজেই তৈরি করতে পারেন কামরাঙা গাছ, শিখে নিন বিশেষ পদ্ধতি -

এই গাছ করার জন্য ২০ ইঞ্চির ড্রাম নিন। তলায় ভাঙা টবের টুকরো ও স্টোনচিপ দিয়ে ড্রেনেজ তৈরি করুন। যেকোন নার্সারি থেকে চারা নিতে পারেন। সাবধানে চারাটি আপনার তৈরি করা মাটি ভর্তি টবে বসিয়ে দিন।

নেই কোনো ঝামেলা! এখন সহজেই তৈরি করতে পারেন কামরাঙা গাছ, শিখে নিন বিশেষ পদ্ধতি -

রোদ
আপনাকে গাছ রোদে রাখতে হবে। প্রচুর ফল পাওয়ার জন্য অন্তত ৫-৬ ঘন্টা রোদ পাওয়া দরকার।

নেই কোনো ঝামেলা! এখন সহজেই তৈরি করতে পারেন কামরাঙা গাছ, শিখে নিন বিশেষ পদ্ধতি -

জল
জল এমনভাবে দেবেন যাতে গাছের গোড়া সবসময় হালকা ভিজে থাকে। খুব বেশি স্যাঁতসেঁতে না খুব শুকনো না থাকে।

নেই কোনো ঝামেলা! এখন সহজেই তৈরি করতে পারেন কামরাঙা গাছ, শিখে নিন বিশেষ পদ্ধতি -

সার
সার কামরাঙা গাছের জন্য খুবই জরুরি। গাছের বৃদ্ধির জন্য মাসে একবার কম্পোস্ট দিতে হবে। এছাড়া এন পি কে বা সুফলা জাতীয় সার মাসে ১ বার ২ চামচ করে দিতে হবে। অক্টোবর মাসে পাইথোজেন বা মিরাকুলান ১ লিটার জলে ১ মিলি গুলে স্প্রে করতে হবে

নেই কোনো ঝামেলা! এখন সহজেই তৈরি করতে পারেন কামরাঙা গাছ, শিখে নিন বিশেষ পদ্ধতি -

কীটনাশক
নিমতেল বা সাফ জলে গুলে নিয়মিত স্প্রে করতে হবে।

এই পদ্ধতি মেনে চললেই আপনি বাড়িতে কামড়াঙা ফলাতে পারবেন।