নেই বেশি ঝামেলা! এখন বাড়িতেই চাষ করুন অ্যালোভেরা, ফলন হবে ১২ মাস, শিখুন পদ্ধতি

অ্যালোভেরা ত্বক যেমন সুন্দর রাখে তেমনই শরীর রাখে ভালো। অ্যালোভেরা কার্যত আপনার সব দিকের খেয়াল রাখে। তবে জানেন কি নিজের বাড়িতেই কিভাবে অ্যালোভেরা গাছ তৈরী করবেন। সারা বছর আপনি ছোট টবে এই গাছ রোপন করতে পারবেন। আজ আপনাদের এই সহজ টিপস লিখে দেওয়া হলো।
১) একটি ফ্রেশ অ্যালোভেরা পাতা ছোট করে কেঁটে নিন।
২) এবার একটি টবে ভরে নিন বাগান করার সাধারণ মাটি।
৩) তার মধ্যে একটি কেঁটে রাখা অ্যালোভেরা পাতা পুঁতে ভালো করে জল দিয়ে দিন।
৪) প্লাস্টিকের বোতলকে মাঝ বরাবর কেটে তার সাহায্যে ঢাকা দিয়ে দিতে হবে ও সূর্যের আলোর থেকে দূরে রেখে দিন।
৫) ২৫ দিনের মধ্যেই সেই মাটির মধ্যে পর্যাপ্ত পরিমানে ছড়িয়ে যাবে সেই টব থেকে তুলে ফেলুন।
৬) একটি আলাদা আলাদা টবে আ্যলোভেরার ওই শিকড় গজানো চারা গুলি প্রতিস্থাপন করে দিলে ধীরে ধীরে সেখান থেকে আ্যলোভেরা গাছ জন্মাতে শুরু করবে।
৭) তারপর সঠিক পরিচর্যা করলেই আপনি ১২ মাস প্রচুর পরিমানে অ্যালোভেরা পাবেন।
অনেকেরই অ্যালোভেরাতে এলার্জি থাকে। যদি এমনটা হয় তাহলে অ্যালোভেরা চাষ করবেন না।