জলের দরে চোখ ধাঁধানো কুর্তির কালেকশন, শুরু মাত্র ১০০ টাকা থেকে! ক্লিক করে জেনে নিন কোথায় পাবেন

সবেমাত্র পয়লা বৈশাখ গেছে। কিন্তু বাঙালির তো বারো মাসে তেরো পার্বন। পাশাপাশি আজ পার্টি, কাল বিয়েবাড়ি এসব তো লেগেই আছে। আর অনুষ্ঠান যখন এতো তারজন্য জামা-কাপড়ও তো চাই ভিন্ন ভিন্ন। এমনিতেই যা গরম পড়েছে তাতে ভারী কিছু পড়ার কথা তো কল্পনাতেও আনা যায়না। কিন্তু তাই বলে কি সাজবেন না? নিশ্চই সাজবেন। এই গরমে কেমন পোশাক পড়বেন আর সেটা কোথা থেকেই বা কিনবেন তার সমস্ত বিবরণ থাকবে আজকের এই প্রতিবেদনে।
আপনি শুনলেই অবাক হবেন যে, মাত্র ১০০ টাকায় আপনি পেয়ে যাবেন দারুন সব কুর্তা (Kurta)। যা সুতি তো বটেই। এমনকি বেশ স্টাইলিশও। এই গরমে সুতির কুর্তার যে কোনো বিকল্প হয়না তা আশাকরি কাউকে বলে বোঝানোর নয়। চলুন তবে, প্রথমেই জেনে নেওয়া এই গরমে কি ধরণের কুর্তা পরা উচিত।
কি ধরণের কুর্তা পরবেন
বর্তমানে রোজদিনই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ঢিলেঢালা সুতির জিনিসই পরা ভালো। আপনি চাইলেই সুতি, শিফন, লিলেন এই জাতীয় ফেব্রিক বেছে নিতে পারেন।
তবে মাথায় রাখবেন যে, পোশাক যেন ফিটিংস না হয়। গরমকালে একটু ঢিলেঢালা পোশাক পরা উচিত। তাহলে ত্বকের কোনো ক্ষতি হবেনা।
কেমন ধরণের কুর্তা বাছবেন
যা গরম পড়েছে তাতে এমন কুর্তা (Kurta) বেছে নেওয়া উচিত যেটা পড়লে আপনি আরাম পাবেন। এমনকি সেক্ষেত্রে রঙের দিকেও খুব ভালোভাবে নজর দেওয়া উচিত। এক্ষেত্রে আপনি এমব্রয়ডারি কুর্তা, ফ্লোরাল কুর্তা, এ-লাইন কুর্তা, চিকনকারি কুর্তা এসব বেছে নিতে পারেন। তবে, এ তো গেল সাজেশন পর্ব। কিন্তু কোথায় গেলে ১০০ টাকর কুর্তি পাওয়া যাবে জানেন কি? চলুন আজ সেটাও জেনে নেওয়া যাক।
আপনি গড়িয়াহাট (Gariahat)থেকে সহজেই কেনাকাটা করতে পারেন। গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড়ের (Rashbehari More) দিকে যাওয়ার সময় বাঁদিকের ফুটপাথে সারি সারি দোকান আছে। আর সেখানেই আপনি পেয়ে যাবেন ১০০ টাকার কুর্তি। তবে সেই কুর্তি কতটা কাপড়ের দিক থেকে ভালো হবে তা বলা কঠিন। কিন্তু আরেকটু বেশি দামের কুর্তি গুলো যে ভালো হবে তা আশা করা যায়।। তবুও আপনারা যাচাই করে নেবেন।
তাহলে আর দেরি কিসের আজও চলে যান গড়িয়া মার্কেটে (Garia Market)। আর নিজের পছন্দমতো বেছে নিন বিভিন্ন কুর্তা। আর সব অনুষ্ঠানে আপনি হয়ে উঠুন একেবারে গর্জিয়াস লেডি।