Lifestyle

Cultivation Tips : গাছে ডেটল দিলে কি হয়? দেখে নিন নিজের চোখে

Dettol On Tree : গাছে ডেটল দিলে কি হয়? জানলে অবাক হবেন আপনিও, দেখে নিন

ক্যালেন্ডার অনুযায়ী চলছে বর্ষাকাল। সারাদিন মুখ ভার আকাশের। কখনো হালকা কখনো আবার দেখা মিলছে ভারী বৃষ্টির। স্যাঁতস্যাঁতে আবহাওয়া। রোদের দেখা পাওয়া যাচ্ছে না বললেই চলে। আর এই বর্ষাকালে যেমন আমাদের অসুখ করে ঠিক তেমনই অসুখ করে গাছেদেরও। আর তাই বিশেষভাবে নিতে হবে যত্ন।

আমাদের চারিপাশে এমন অনেকেই আছেন যারা বাগান করতে ভালোবাসেন। আবার অনেকেই বাড়ির বারান্দায় লাগান গাছ। তবে গাছ লাগালেই তো আর চলবে না। সকাল সন্ধ্যা নিয়ম করে নিতে হবে যত্ন। তবে এতো যত্ন নেওয়া সত্ত্বেও গাছে কিন্তু বাসা বাঁধে গান্ধী পোকা। আবার মাঝেমধ্যে অল্প বয়সেই নষ্ট হয়ে যায় লাউ কিংবা কুমড়ো। এই পরিস্থিতিতে কী করা উচিত তা ভেবেই পান না অনেকে। এই সময় কীভাবে গাছ সুস্থ রাখা যাবে? সেই তথ্যই তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।

গাছ সতেজ রাখতে ব্যবহার করা যেতে পারে ডেটল। হ্যাঁ ঠিকই পড়েছেন। আমরা যেমন একটু আধটু কেটে গেলেই ডেটল লাগাই ঠিক তেমনই গাছের যত্নেও এর ভূমিকা রয়েছে অপরিসীম। তবে অবশ্যই মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। বেনিয়ম হলে আবার ঘটে যেতে পারে উল্টোটা। কিন্তু কীভাবে গাছে ব্যবহার করবেন ডেটল? জেনে নিন

প্রথমেই একটি পাত্রে জল গরম করে নিতে হবে। এরপর সেই জলে দিয়ে দিতে হবে বেশ কয়েকটি ন্যাপথলিন। বেশ কিছুক্ষণ ফুটাতে হবে সেই জল। যাতে ন্যাপথলিন গুলি ভালো করে জলের সঙ্গে মিশে যায়। এরপর সেই জল একটু ঠান্ডা করে নিতে হবে। একটি পরিষ্কার পাত্রে সেই জল ঢেলে তার মধ্যে মিশিয়ে দিতে হবে এক চামচেরও কম পরিমাণ ডেটল। আরো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটিকে। এরপর এর মধ্যে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ছাকনি ব্যবহার করে ভালো করে ছেঁকে নিতে হবে মিশ্রণটি।

একেবারে শেষে এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ঢেলে নিতে হবে। এই মিশ্রণটি সপ্তাহে একবার গাছে স্প্রে করলেই দূর হয়ে যাবে যাবতীয় সমস্যা।