Lifestyle

গাছে সিগারেট দিলে কি হয়? জানলে অবাক হবেন আপনিও

Advertisement
Advertisements

স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সিগারেট। কিন্তু গাছের ক্ষেত্রে সেই সিগারেটই কার্যত জীবন বাঁচানোর কাজ করে। বুঝতে পারলেন না নিশ্চয়ই। বুঝবেন কি করে আপনার বাগানের সাধের লেবু গাছটির পাতা কুঁকড়ে গেছে, লেবু গুলিতে মিলিবাগ পোকার আক্রমণ হয়েছে। অনেক চেষ্টা করেও সেই সমস্যা থেকে রেহাই পাচ্ছেন না। চিন্তা নেই সিগারেটের তামাক এমনভাবে ব্যবহার করবেন যা এই সব ধরণের সমস্যা নিমেষেই দূর করে দিতে সক্ষম হবে। কিভাবে সেই সিগারেটের মাধ্যমে বিশেষ দ্রবণটি তৈরী করবেন দেখে নিন।

গাছে সিগারেট দিলে কি হয়? জানলে অবাক হবেন আপনিও

১) এক লিটার জল নিয়ে প্রথমে হালকা আঁচে উষ্ণ গরম করে নিন।

২) সেই জল উষ্ণ গরম হয়ে উঠলে পরিষ্কার একটা পাত্রে ঢেলে নিন।

৩) এবার তার মধ্যে বেশ কয়েকটি সিগারেট থেকে তামাক বের করে নিয়ে জলের মধ্যে মিশিয়ে নিন।

গাছে সিগারেট দিলে কি হয়? জানলে অবাক হবেন আপনিও

৪) ভালো করে তামাক মেশানো হয়ে গেলে কয়েক কোয়া রসুন পেস্ট করে সেই জলে মেশান।

৫) সবশেষে আপনাকে এক চামচ মতো মেশাতে হবে হলুদের গুঁড়ো।

৬) দ্রবনটি দুই ঘন্টা চাপা দিয়ে রেখে দিন তাহলেই সম্পূর্ণ তৈরী হয়ে যাবে।

গাছে সিগারেট দিলে কি হয়? জানলে অবাক হবেন আপনিও

৭) এবার স্প্রে বোতলে ছেঁকে নিয়ে শুধুমাত্র দ্রবনটি ভরে নিন।

বিকালের দিকে গাছের পাতায়, লেবুর উপরে, ডালের মধ্যে খুব ভালো করে স্প্রে করুন। প্রত্যেক ১৫ দিন অন্তর এই বিশেষ সিগারেটের তামাক দিয়ে তৈরী দ্রবণটি স্প্রে করলে লেবু গাছের পাতা কুঁকড়ে যাওয়া, মিলিবাগ পোকার হাত থেকে আক্রমণ, ফুল ঝরে পরার মতো সবরকম সমস্যা থেকে আপনার সাধের লেবু গাছ বেঁচে থাকবে।