Advertisement
Lifestyle

কেন বাড়িতে তুলসী গাছকে পুজো করা হয়? জানুন এর বৈজ্ঞানিক কারণ

Advertisement
Advertisements

হিন্দু বাড়ি মানেই তুলসী গাছ তো থাকবেই। তুলসী একটি গাছ হলেও কার্যত দেবতা রূপে পুজো করা হয়। সকাল ও সন্ধ্যায় তুলসিতলায় ধূপ দেওয়া, পুজো করা চিরাচরিত রীতি। তবে কেন এই গাছকে পুজো করা হয় জানেন আসল কারণ? এর পিছনে কিন্তু বেশ কয়েকটি কারণ আছে।

কেন বাড়িতে তুলসী গাছকে পুজো করা হয়? জানুন এর বৈজ্ঞানিক কারণ

Advertisements

১) হিন্দু ধর্মে তুলসিকে মা হিসাবে সম্বোধন করা হয়। বৈদিক যুগের সাধুরা তুলসির উপযোগিতা সম্পর্কে সচেতন ছিলেন, তাই তাঁরা সকলের মনে ঈশ্বরসম এই ধারণা গড়ে তোলেন।

Advertisements

কেন বাড়িতে তুলসী গাছকে পুজো করা হয়? জানুন এর বৈজ্ঞানিক কারণ

২) বাড়িতে যদি কীট পতঙ্গ দূরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে তুলসী গাছ লাগাতে হবে।

কেন বাড়িতে তুলসী গাছকে পুজো করা হয়? জানুন এর বৈজ্ঞানিক কারণ

৩) জ্বর, কাঁশি, সর্দি ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য এই তুলসী পাতা বহুকাল আগে থেকে ব্যবহার হয়ে আসছে।

কেন বাড়িতে তুলসী গাছকে পুজো করা হয়? জানুন এর বৈজ্ঞানিক কারণ

৪) তুলসী গাছ বাড়ির সব নেতিবাচক শক্তি গুলি দূর করতে সক্ষম। তাই বাড়িতে এই গাছ অবশ্যই রাখেন সকলে।