চিরতরে বন্ধ হবে চুল পড়া! এইভাবে ব্যবহার করুন পেঁয়াজের রস, শিখে নিন সঠিক পদ্ধতি

নারীর কেশেতেই বেশ। একথা আমরা প্রায়শই মা-ঠাকুমাদের মুখে শুনে থাকি। একঢাল লম্বা, সুন্দর, কালো, ঘন চুল কার না পছন্দ বলুন তো দেখি? এখনকার সমাজ পোশাক বলুন বা স্টাইল সবদিক থেকে আগের চেয়ে অনেক বেশি উন্নত। আর তাইতো বিভিন্ন সাজগোজের পাশাপাশি চুলেরও নানান রকমের স্টাইল তারা করে থাকেন। তাতে স্টাইলিশ দেখালেও আখেরে ক্ষতি হচ্ছে অনেকটা। আর এসব কারণে চুল পড়া, ডগা ফাটা এসব সমস্যা তো লেগেই আছে।
বলতে গেলে এসব ছাড়াও নিত্যনৈমিত্তিক নিয়মে যেন চুল পরেই চলে। মার্কেটের নামীদামী ব্র্যান্ডের প্রোডাক্ট বলুন বা ঘরোয়া টোটকা কোনোকিছুই যেন চুল পড়ায় লাগাম টানতে পারেনা। তবে আজ এমন একটি টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটি লাগালেই কিনা বন্ধ হবে চুল পড়া। এখনকার দিনে বেশীরভাগ রান্নায় পেঁয়াজ ব্যবহার করা হয়। আজ সেই পেঁয়াজই দেখাবে কামাল।
বলতে গেলে পেঁয়াজে রয়েছে ফলিক অ্যাসিড, সালফার এবং ভিটামিন সি। যা চুল পড়া কমায়, চুল ঘন করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। এছাড়াও পেঁয়াজে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল স্ক্যাল্প-এর ইনফেকশন ও চুলের অকাল পক্কতা রোধ করে। পাশাপাশি খুশকি কমাতেও সাহায্য করে।
- পেঁয়াজের রস ও টক দই : একটি বাটিতে ৫ থেকে ৬ টেবিল চামচ পেঁয়াজের রস নিন। এরপর তারমধ্যে ২ টেবিল চামচ টকদই মিশিয়ে মাথার চুলে লাগান। এরপর ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১ দিন এটি ব্যবহার করতে পারেন।
- পেঁয়াজের রস ও মধু : ১/৪ কাপ পেঁয়াজের রসের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। তারপর মিনিট পাঁচেক ম্যাসাজ করে ৩০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করুন। সপ্তাহে এটি দুদিন ব্যবহার করেই পাবেন ফল।
- পেঁয়াজের রস, লেবুর রস ও ল্যাভেন্ডার : পেঁয়াজের রসের সঙ্গে ২ চামচ পাতিলেবুর রস, ২ চা চামচ ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ভালো করে মিশিয়ে নিন। এরপর চুলে এই মিশ্রণটি লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন।
- পেঁয়াজের রস ও অলিভ অয়েল : পেঁয়াজের রসের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে ভালো করে লাগান। তারপর ২ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। এই মাস্কটি চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
- পেঁয়াজের তেল : একটি প্যানে ২ টেবিল চামচ নারকেল তেল নিতে হবে। তার মধ্যে ৩ টেবিল চামচ পেঁয়াজের রস দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। তারপর তেলটা ঠান্ডা হলে ছেঁকে নিন। এরপর চুলে লাগিয়ে ৩ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন।
তাহলে জেনে গেলেন নিশ্চই কিভাবে চুলপড়া রোধ করবেন।