শীতকালে ত্বক হবে আরও সুন্দর! এইভাবে ব্যবহার করুন ঘি, ফল পাবেন হাতেনাতে

ঘি খুবই উপকারী একটি খাদ্য দ্রব্য। সারা ভারতে এই ঘি খুবই খাওয়া হয়ে থাকে। গরম ভাতে এক চামচ ঘি নিলেই সম্পূর্ণ খাওয়া হয়ে যায়। তবে জানেন কি ঘি দিয়ে আপনি নিজের ত্বকের চর্চা করতে পারবেন। শুনতে অবাক লাগলেও এই ঘি আপনার ত্বক করে তুলবে দুর্দান্ত সুন্দর। শীতে ত্বকের পরিচর্যাতেও ব্যবহার করতে পারেন ঘি। ঘি শরীরের আর্দ্রতা বজায় রাখে। পা, হাত ফাটলেও কাজে লাগান ঘি।
ঘি ব্যবহার করে এক ধরণের বিশেষ ফেসপ্যাক আপনি বাড়িতেই খুব সহজে তৈরী করতে পারবেন। দোকানের নামীদামি প্রোডাক্ট দরকার নেই বরং ঘি ও ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরী করে নিতে পারবেন এই ফেসপ্যাক। তাহলে চলুন এই ফেসপ্যাকটি কিভাবে বানিয়ে ব্যবহার করবেন সেটা বিস্তারিত জানিয়ে দিচ্ছি।
একটা পাত্রে প্রথমে ১ চামচ ঘি নিয়ে নিন। তার মধ্যেই এক চাওচ কফি পাউডার নিন যা ক্লিনজারের কাজ করবে। এবার পরিমান মতন বেসন ও হলুদ গুঁড়ো আর চিনি মিশিয়ে নিন। কিছু সময় রেখে দিলেই এবার তৈরী হয়ে যাবে ঘি এর এই বিশেষ ফেসপ্যাক।
মুখ প্রথমে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। এবার এই ফেসপ্যাক খুব ভালো করে গলায় ও ঘাড়ে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। প্যাক একেবারে শুকিয়ে আসলে ইষদুষ্ণ গরম জল দিয়ে তা ধুয়ে নিন। এর ফলে আপনার ত্বক যেমন উজ্জ্বল হবে তেমনই হবে মোলায়েম ও কোমল। তাই অবশ্যই ঘি দিয়ে তৈরী এই বিশেষ ফেসপ্যাক এই শীতে বানিয়ে ব্যবহার করুন।