Anti Aging Tips : রাতারাতি ঘুরবে বয়সের কাঁটা! অ্যালোভেরার সাথে মিশিয়ে ব্যবহার করুন এই উপাদান

আপনার কাছে যদি একটি মাত্র অ্যালোভেরা পাতা থাকে তা শরীরের বিভিন্ন উপকারে লাগাতে পারেন। ৩০ বছর পেরোলেই মহিলাদের মুখে শুরু হয় বলি রেখা। যার ফলে অল্প সময়েই তাদের বয়স বেড়ে যায় কয়েক বছর। গত কয়েক বছরে বিউটি দুনিয়ায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই ফেস সিরাম। এক ধরনের তরল, যা প্রায় ম্যাজিকের মতো কাজ করে স্কিনকেয়ারে। তার সাহায্যেই কার্যত পুরো ত্বকের যত্ন রাখতে পারবেন।
অ্যালোভেরা জেলের উপাদান : অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন এ, সি এবং ই উপস্থিত থাকে। সাথেই ভরে ভরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। বাজার চলতি সব প্রসাধনীতে অ্যালোভেরা জেল ব্যবহার করে ফেসপ্যাক, সিরাম ও নাইট ক্রিম তৈরী করা হয়।
কখন বিশেষ সিরাম ব্যবহার করবেন : সকালে ঘুম থেকে উঠে ও রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই বিশেষ ফেস সিরাম ব্যবহার করবেন। মুখ পরিষ্কার করে নিয়ে ফেস ওয়াশ করে নেবেন। ঠিক তার পরে ব্যবহার করবেন এই বিশেষ সিরাম।
সিরাম প্রস্তুতি : এই সিরামটি ব্যবহার করার জন্য তিনটি উপকরণ আপনার দরকার। একটি পাত্রে ফ্রেশ অ্যালোভেরা জেল, কয়েক ফোঁটা গোলাপ জল ও ২ টি ভিটামিন-ই ক্যাপসুল ফাটিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে দিন। শুকনো মুখে এই ফেস সিরাম হালকা হাতে লাগিয়ে রাখুন। গোলাপ জলে ত্বকের পিএইচ এর ভারসাম্য রক্ষা করে। আর ভিটামিন ই তো ত্বকের জন্য খুবই উপকারী।
ব্যবহার পদ্ধতি : এই সিরাম বানিয়ে কাঁচের শিশিতে রেখে দিন। সাথেই ড্রপারের সাহায্যে সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন। হালকা হাতে ম্যাসাজ করুন তাহলেই পরিবর্তন বুঝতে পারবেন।
বিঃদ্রঃ : উপরের কোনো উপাদানে এলার্জি থাকলে সেটা ব্যবহার করবেন না। এই প্রতিবেদন কেবলমাত্র সাধারণ তথ্য মাথায় রেখে সকলের জন্য তৈরী হয়েছে। আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।