Lifestyle

নেই কোন ঝামেলা! সহজে বাড়িতেই চাষ করুন ড্রাগন ফল, শিখে নিন বিশেষ পদ্ধতি

Advertisement

ড্রাগন এই ফলের নাম আগেও হয়তো আপনারা শুনেছেন। দেখতে বেশ খানিকটা অন্যরকম হলেও এই ফলের গুনাগুন কার্যত প্রচুর। রোগীদের জন্য নাকি দারুন উপকারী এই ফলটি। হার্ট ভালো রাখে ও বেশ অন্যান্য বিষয়েও শরীরের খেয়াল রাখে। বাড়িতে নিজের ছাদ বাগানে অনেকদিন ধরেই এই ফল গাছ চাষ করার কথা ভাবছেন? খুব সহজেই আপনি এই ড্রাগন ফলের গাছ বাড়িতে করতে পারবেন। নির্দিষ্ট এই কয়েকটি ধাপ মেনে চলুন-

নেই কোন ঝামেলা! সহজে বাড়িতেই চাষ করুন ড্রাগন ফল, শিখে নিন বিশেষ পদ্ধতি

প্রথমেই ড্রাগন গাছের জন্য মাটি তৈরী করে নিন যার মধ্যে ৪০% বেলে-দোয়াশ মাটি, ৪০% কম্পোসড সার, ১০% বালি ও ১০% কোকোপিট থাকবে।

নেই কোন ঝামেলা! সহজে বাড়িতেই চাষ করুন ড্রাগন ফল, শিখে নিন বিশেষ পদ্ধতি

পাত্র নির্বাচনের ক্ষেত্রে একটা ১০ ইঞ্চির প্লাস্টিক টব নিয়ে তার নিচে বেশ কয়েকটি ছোট ফুটো করে রাখুন জল নিকাশি ব্যাবস্থার জন্য। পরে অবশ্য খোলাম কুচি ও বালি দিয়ে সেই ফুটো গুলি বন্ধ করে দিতে ভুলবেন না।

নেই কোন ঝামেলা! সহজে বাড়িতেই চাষ করুন ড্রাগন ফল, শিখে নিন বিশেষ পদ্ধতি

গাছ রোপনের পদ্ধতি –

১) একটু ছোট জাতীয় চারা গাছ টবে বসানোর জন্য নির্বাচিত করুন।

২) টবে মাটি ভরে প্রায় দুই ইঞ্চির মধ্যে এই গাছ পুঁতে দিন।

৩) পর্যাপ্ত পরিমানে জল দিন ও সূর্যের আলোতে রাখবেন।

নেই কোন ঝামেলা! সহজে বাড়িতেই চাষ করুন ড্রাগন ফল, শিখে নিন বিশেষ পদ্ধতি

৪) ড্রাগন গাছের পাতাগুলি প্রথম থেকেই নিচের দিকে চলে যায় তাই আপনি ছোট ছোট কঞ্চি দিয়ে পাতা গুলি উপরের দিকে বেঁধে দেবেন। এর ফলে খুব সুন্দর ভাবে বাড়বে গাছটি।

৫) গাছে ফল আসতে প্রায় ৯০-১০০ দিন সময় লাগবে।

তার মধ্যে সুন্দর করে পরিচর্যা ও দেখভাল করার দায়িত্ব কিন্তু আপনার।