Lifestyle

কুমড়ো গাছের ফলন হবে দুর্দান্ত! অবশ্যই যত্ন নিন এইভাবে, ফল পাবেন হাতেনাতে

সারা বছরের একটি দুর্দান্ত সবজি হলো কুমরো (Pumpkin)। কুমড়ো এবং তার বীজ কিন্তু শরীরের জন্য দারুণ উপকারী। ভিটামিন ও আয়রনে পরিপূর্ণ থাকে। যদিও এখনকার মানুষদের এই সবজি ভালো লাগে না। হলুদ এই সবজির মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম মতো অনেক উপাদান উপস্থিত। অনেকেই বাড়িতে মাটিতে কিংবা চালের উপরে এই মিষ্টি কুমড়োর চাষ করেন। তবে জানেন কি এই গাছে কি কি পরিচর্যা দরকার হয়। এই প্রতিবেদনের মাধ্যমেই আপনাদের দেখাবো ঠিক কিভাবে একটি কুমড়ো গাছে আপনি দুর্দান্ত ফলন আনতে পারবেন।

  1. কাটিং – আপনাদের কুমড়ো গাছ গুলি যখন বেশ ৩ ফুটের মতো হয়ে যাবে ও দু একটা করে ফুল আসবে তখনই এই কাটিং করতে হবে। কাটিং বলতে গাছে ডালের গোড়ায় যে পাতা বা ফুল এসেছে সেগুলি কেটে দেবেন। এক ফলে নতুন যখন ডাল বেরোবে তখন এর থেকেও দ্বিগুন ডাল শাখা প্রশাখা বেরোবে।
  2. জৈব সার প্রয়োগ – কুমড়ো গাছের গোড়ায় অবশ্যই ভালো মানের জৈব সার দেবেন। তার আগে গাছের গোড়ায় যে মাটি আছে সেটা হালকা করে সরিয়ে নিন। ২০০-২৫০ গ্রাম জৈব সার আপনি গাছের গোড়ায় দিয়ে দিন।
  3. অন্যান্য সার প্রয়োগ – গাছের গোড়ায় গোবর সার, হাড়ের গুঁড়ো, সিংকুচি ইত্যাদি প্রয়োগ করতে পারেন।
  4. জলের ব্যবহার – গাছে প্রতিদিন অল্প অল্প করে জলের ব্যবহার করবেন।

বিঃদ্রঃ – সার গুলি গাছের উপরে প্রতি ১৫ দিন অন্তর প্রয়োগ করতে হবে। পারলে কুমড়ো গাছের জন্য মাচা বেঁধে দিতে পারেন।