
প্রত্যেক নারীর সৌন্দর্য্যের প্রধান একটি অঙ্গ হল ঠোঁট। নরম, কোমল, গোলাপি ঠোঁট যেমন দেখতে আকর্ষণীয় তেমনই আবার এই সৌন্দর্য্য আপনার লুককে বাড়িয়ে তোলে হাজার গুণ। সবসময় ভারী মেকআপ না করে হালকা লিপস্টিক, টিপ ও কাজলেও নারীর লুক হয়ে ওঠে অনবদ্য। তবে, অনেকের শুধুমাত্র শীতেই নয় গরমেও বেশ ঠোঁট ফাঁটে। যার কারণে লিপস্টিক লাগালেও দেখতে মোটেই ভালো লাগেনা।
এমনকি ঠোঁটের এই শুস্কতার জন্য অনেক রকমের সমস্যায়ও পড়তে হয়। তবে, আজ আপনাদের কিছু ঘরোয়া টিপস বলবো যা মেনে চললে আপনি এই ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পাবেন-
১.স্ক্রাব ব্যবহার
- লিপস্টিক লাগিয়ে বেরোনোর আগে স্ক্রাব ব্যবহার করুন। এক্ষেত্রে আপনি চিনি ও বেসন একসঙ্গে জল দিয়ে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। এরপর স্ক্রাব করে জল দিয়ে ধুঁয়ে নিন। এতে দেখবেন আপনার ঠোঁটে থাকা ফাঁটা চামড়া উঠে যাবে। আপনার ঠোঁট হবে নরম কোমল।
২.ম্যাট ফিনিশ লিপস্টিক এড়িয়ে চলুন
- যাদের খুব ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা আছে তারা কখনই ম্যাট ফিনিশ লিপস্টিক লাগাবেন না। বেশ কোমল, আদ্র লিপস্টিক লাগান। তাতে ঠোঁট যেমন ভালো থাকবে। তেমনই ঠোঁট দেখাবে মসৃন।
৩.মাস্ক ব্যবহার
- সাধারণত সকলেই মুখের ও চুলের জন্য মাস্ক ব্যবহার করে থাকেন। কিন্তু ঠোঁটের বেলায় অবহেলা করেন। তবে তা একেবারেই উচিত নয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে মাস্ক ব্যবহার করুন। এমনকি মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে লাগলেও তা বেশ উপকারী।
৪.লিপ বাম ব্যবহার
- স্ক্রাব করার পর লিপ বাম ব্যবহার করা উচিত। তারপর এভাবে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর লিপস্টিক লাগান।
এভাবে মেনে চললে আপনার ঠোঁট বেশ ভালো থাকবে।