Lifestyle: বাড়ি থেকে চিরতরে আরশোলা তাড়ানোর সহজ উপায়

ঘরের মধ্যে আরশোলার উৎপাত নতুন কিছু নয়। আর এই পতঙ্গটি ঘরে ঢোকা মানে আপনার মাথায় চিন্তার ভাঁজ পড়বেই। কারণ সুযোগ পেলেই খাবারের উপরে তো কখনও উড়ে গিয়ে আপনার গায়ের উপরে বসে থাকবে। আরশোলার শরীর থেকে নিঃসৃত রস আমাদের ত্বকের কিন্তু ক্ষতি করে। অনেক চেষ্টার ফলেও এই পতঙ্গকে আপনি বাড়ির বাইরে তাড়াতে সক্ষম হচ্ছেন না। এমন অবস্থায় কিছু বিশেষ ঘরোয়া টোটকা ব্যবহার করলেই খুব তাড়াতাড়ি আরশোলার হাত থেকে বাঁচতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো –
১) ঘরের প্রতিটি কোনায় তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে রাখুন। মানুষের তেজ পাতার গন্ধ খুব ভালো লাগলেও আরশোলা সেই গন্ধ এক মুহূর্তের জন্য সহ্য করতে পারে না।
২) সপ্তাহে দু দিন ঘর মোছার সময় তার মধ্যে কয়েক ফোঁটা পাতি লেবুর রস মিশিয়ে নিন। এর ফলে আরশোলা সমেত অন্যান্য পোকামাকড় দূর হবে।
৩) একটি পাত্রে সমপরিমাণ বেকিং পাউডার ও চিনি মিশিয়ে যে স্থানে আরশোলার উপদ্রব বেশি, সেখানে ছড়িয়ে দিন। চিনির মিষ্টি স্বাদ আরশোলাকে আকর্ষণ করে কাছে টেনে নিয়ে আসবে আর খাবার ফলে বেকিং সোডায় আরশোলা মরে যাবে।
৪) গোলমরিচ, পেঁয়াজ ও রসুন মিশিয়ে একটা ভালো পেস্ট তৈরী করে জলের মধ্যে মিশিয়ে বাড়ির আশেপাশে ছিটিয়ে দিন। দেখবেন আর কোনো প্রকারের আরশোলা থাকবে না।
৫) কয়েকটি লবঙ্গ একটা কাপড়ে বেঁধে যেখানে বেশি আরশোলা থাকে সেখানে রেখে দিন। উগ্র গন্ধে আপনার বাড়ির থেকে সজোরে পালাবে।
৬) কেরোসিন তেলের তীব্র গন্ধ মানুষেরই বেশিক্ষন সহ্য হয় না। তাই এই তেলের গন্ধে আরশোলার কি অবস্থা হবে তা বলার অপেক্ষা রাখে না।
৭) বাজারে বোরিক অ্যাসিড কিনতে পাওয়া যায়। কিন্তু এই অ্যাসিড বেশ ক্ষতিকারক বিশেষ করে শিশুদের জন্য। তাই অতি অবশ্যই এই অ্যাসিড বাড়িতে সাবধানতার সাথে ব্যবহার করবেন।