ত্বকের সমস্যা থেকে পেটের মেদ, মুক্তি পাবেন নিমেষেই, এইভাবে ব্যবহার করুন অ্যালোভেরা

একটি অ্যালোভেরা গাছ আপনাদের জন্য কতটা উপকারী তা সবাই জানেন। ত্বকের থেকে চুল, বার্ধক্য দূর থেকে পেটের মেদ সব কিছু দূর করতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। অ্যালো ভেরার পাতার মাঝে যে শাঁস থাকে তার রয়েছে প্রচুর গুণাগুণ। এর মধ্যে ভিটামিন, এনজাইম, মিনারেল, সুগার, লিগনিন, স্যাপোনিন, স্যালিসাইলিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড একসাথে মিশে থাকে। তাই কি ভাবে ও কোনো ক্ষেত্রে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করবেন তা জেনে নিন –
১) অ্যালোভেরা জেলের সঙ্গে মধু, দুধ, হলুদ, ও দুধের সর মিশিয়ে একটা ফেসমাস্ক তৈরী করে নিন। এটা খুব ভালো করে মুখে লাগিয়ে রাখুন। বলিরেখার সমস্যায় ভুগছেন এমন মানুষেরা মুহূর্তের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।
২) ব্রণ দূর করার জন্য অ্যালোভেরা জেল, শসার রস আর দইয়ের মিশ্রণ একসাথে করে লাগিয়ে রেখে দিন। ব্রণ তো দূর হবেই সাথে ট্যান ও থাকবে না আপনার ত্বকে।
৩) অ্যালোভেরার পাতার নীচের দিকে চটচটে হলুদ রঙের আঠালো একটি পদার্থ পাওয়া যায়। সেটা প্রতিদিন খেতে পারেন। যার ফলে পাচনতন্ত্রের সমস্যা দূর হবে সাথেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলে যাবে।
৪) চুলের জন্য খুবই ভালো অ্যালোভেরা। বাজার চলতি শ্যাম্পু বা জেল তো ব্যবহার করেই থাকেন। তবে এই জেল চুলে লাগালে চুলের দৈর্ঘ্য বাড়বে ও কমে যাবে খুশকির সমস্যা। অ্যালোভেরার জ্যুসে প্রোটিয়োলাইটিক এনজাইমস নামে এক ধরনের উৎসেচক থাকে যা আপনার মাথা ও ত্বকের জন্য খুবই ভালো।
৫) নিয়মিত অ্যালোভেরা জ্যুস পান করলে সহজেই ওজন কমাতে পারবেন আপনি। পাতার থেকে জেল বের করে মিক্সিতে নিয়ে জল ও বরফ মিশিয়ে নিন। তার সাথেই মধু ও পাতি লেবুর রস মিশিয়ে নিয়ে সকালে খালি পেটে পান করুন। দেখবেন কয়েক সপ্তাহের মধ্যে কেমন উপকার পাবেন।