
Advertisements
প্রতি বাড়িতেই এখন ট্যাঙ্ক-এ করে জল ধরে রাখা হয়। তবে ট্যাঙ্ক-এ দিনের পর দিন জল রাখার ফলে খুবই নোংরা কিংবা শ্যাওলা জমে যায়। অনেকেই ট্যাঙ্ক-এর জল বাড়িতে পানীয় জল হিসাবে ব্যবহার করেন। সেই জল স্বাস্থ্যের পক্ষে যে কতটা ক্ষতিকারক তা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। তবে চিন্তা করবেন না, আজ আপনাদের জানাবো খুব সহজেই ট্যাঙ্ক পরিষ্কার করার উপায় –
Advertisements
প্রথম করণীয় –
Advertisements
খালি ও শুকনো ট্যাঙ্ক :
- প্রথমে ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি করে দিতে হবে। সব কল খুলে সমস্ত জল বের করে সময় নিয়ে ট্যাঙ্কটি শুকিয়ে নিতে হবে। একদম নিচের জল কলের সাহায্যে বেরোতে চায় না। সেই জল বালতির সাহায্যে বের করে ফেলতে হবে। তবে অবশ্যই পুরো ট্যাঙ্ক খুব ভালো করে শুকিয়ে নিতে হবে।
ট্যাংকের দেয়াল পরিষ্কার :
- জলের সাথে ডিটারজেন্ট মিশিয়ে ঘষলেই ট্যাংকের দেয়াল পরিষ্কার হয়ে যায়। তবে পরিষ্কার না হলেও চিন্তা নেই। ট্যাঙ্কের দেয়ালে বেকিং সোডা ছিটিয়ে ব্রাশ দিয়ে ঘষে তুলে ফেলুন। কর্ণার এবং জয়েন্টের ময়লা তোলা বেশ কঠিন, তাই এসব জায়গায় ছোট টুথব্রাশ দিয়ে অনেক সময় নিয়ে ঘষতে হবে।
জল দিয়ে ময়লা ধুয়ে ফেলতে হবে :
- পরিষ্কার হয়ে যাওয়ার পর খুব ভালো করে প্রচুর জলে ময়লা ধুয়ে ফেলুন। দরকার হলে গরম জল ট্যাংকের মধ্যে দিয়ে কিছু সময় রেখে দিন। সম্পূর্ণ নোংরা উঠে গেলে ট্যাংকের কল খুলে সেই জল বের করে দিন।
জীবাণু মুক্ত ট্যাংক :
- ট্যাংকে প্রথমে ৪ ভাগের ৩ ভাগ জল ভরে দিতে হবে। তারপরে পরিমান মতো ক্লোরিন ব্লিচ মিশিয়ে দিতে হবে। তবে ট্যাংকের পরানের উপরে এই ক্লোরিন ব্লিচ মেশাবেন।
- ১০০০ গ্যালন ট্যাঙ্কের জলের জন্য এক গ্যালন ব্লিচ মেশাতে হবে।
- ৭৫০ গ্যালন ট্যাঙ্কের জলের জন্য পৌনে এক গ্যালন ব্লিচ মেশাতে হবে।
- ৫০০ গ্যালন ট্যাঙ্কের জলের জন্য অর্ধেক গ্যালন ব্লিচ মেশাতে হবে।
- ২৫০ গ্যালন ট্যাঙ্কের জলের জন্য ৪ কাপ ক্লোরিন ব্লিচ মেশাতে হবে।
ট্যাঙ্কের পাইপ পরিষ্কার :
- ট্যাংকের পাইপ সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। পাইপে একটু ক্লিনিং সলিউশন ঢেলে দিলেই হবে। তারপরে ওয়াটার পাম্পের সাহায্যে সলিউশনটা পাইপের ভিতর পাম্প করুন ময়লা সরানোর জন্য। তারপর গরম জল পাম্প করে পরিষ্কার করে ফেলুন। বেশ কয়েকবার এই পদ্ধতি চালিয়ে যেতে পারেন।
- যখন শেষবার জল ভোরবেন তার আগে অতি অবশ্যই ট্যাঙ্কের আগের ক্লোরিন মেশানো জল একবার ফেলে শুকিয়ে নিতে হবে। ৭-৮ ঘন্টা ট্যাঙ্ক খালি রেখে দিতে হবে। তাহলেই একদম শুকনো হবে।
- তবে ট্যাংক পরিষ্কারের সময় নোংরা বা দূষিত জল যেখানে সেখানে ফেলবেন না। গাছের গোড়ায় বা পশুপাখি মুখ দেবে এমন কোন জায়গায় রাখবেন না। যে ব্যক্তি ট্যাংকের মধ্যে ঢুকে পরিষ্কার করবে তার দিকেও সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। তাহলে আর দেরি কিসের! এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনার বাড়ির ট্যাংক পরিষ্কার করে ফেলুন।