Lifestyle

Mouth Ulcer Reason : ঘন ঘন মাউথ আলসার কেন হয়? জানুন এর পিছনের আসল কারণ

Advertisement

অসহ্য যন্ত্রনা! ঝাল কিছু খেতে পারেন না। মাঝে মধ্যেই মুখের ভিতর হওয়া মাউথ আলসারে ভুক্তভুগী অনেকেই। আলসার আমরা অনেকেই শুনেছি। কিন্তু মাউথ আলসার নামটি অনেকের কাছেই অজানা। অনেকেই মুখের ভিতর হওয়া মাউথ আলসারকে ফুসকুরি বা গোটা হয়েছে বলেই ব্যাখ্যা করেন। দুটি ঠোঁট বলুন বা মাড়ি, গাল, জিভ সহ মুখের যেকোনো অংশে এটি হতে পারে।

Mouth Ulcer Reason : ঘন ঘন মাউথ আলসার কেন হয়? জানুন এর পিছনের আসল কারণ

আর এটির কি জ্বালা সেটা যার হয় সেই বুঝতে পারে। কিন্তু কখনও ভেবে দেখেছেন এটি কেন হয়? আসলে ওরাল হাইজিন ঠিকমতো পালিত না হলে এই রোগে আক্রান্ত হয়। এমনকি যথাযথ টুথপেস্ট অথবা টুথব্রাশ ব্যবহার না করলেও এই রোগটি হতে পারে। এছাড়াও আয়রন, ভিটামিন বি-১২, জিঙ্ক, ফোলেট সহ প্রয়োজনীয় উপাদান ডায়েটে না থাকলে এই সমস্যা দেখা দেয়।

Mouth Ulcer Reason : ঘন ঘন মাউথ আলসার কেন হয়? জানুন এর পিছনের আসল কারণ

তবে, এসব ছাড়াও বহু কারণ আছে মাউথ আলসার হওয়ার। এই যেমন ধরুন স্ট্রেস, হরমোনাল পরিবর্তন, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এসব কিছুর কারণেই এটি হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে, শক্ত টুথব্রাশ অথবা ভেঙে যাওয়া কোনো দাঁতের অংশে মুখের ভিতর আঘাত লাগলে সেটিও মাউথ আলসারে পরিণত হয়

Mouth Ulcer Reason : ঘন ঘন মাউথ আলসার কেন হয়? জানুন এর পিছনের আসল কারণ

অনেকেরই আবার তামাকজাত দ্রব্য সেবনের অভ্যাস আছে। সেক্ষেত্রে কিন্তু এই মাউথ আলসার প্রবল পরিমানে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, এই রোগের চিকিৎসা হল ঠিকঠাক খাওয়া। এছাড়াও যদি আপনি খুব বেশি পরিমাণে মাউথ আলসারে ভুগে থাকেন তাহলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।