×
Lifestyle

নিয়ন্ত্রণ হবে ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ! আজই ব্যবহার করুন এই গাছের পাতা, ফল পাবেন হাতেনাতে

নয়নতারা এমন একটা ফুল যেটা তার সুন্দর রঙের জন্য সবার পছন্দের তালিকায় থাকে। অনেকেই বিভিন্ন সময় নিজের বাগানে নয়নতারা ফুল লাগান। এই ফুলের অনেক প্রাকৃতিক গুণাগুণ আছে যা হয়ত অনেকেই জানেন না।

নিয়ন্ত্রণ হবে ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ! আজই ব্যবহার করুন এই গাছের পাতা, ফল পাবেন হাতেনাতে -

নয়নতারা স্বাভাবিক ভাবে গোলাপি ও সাদা রঙের হয়। কিন্তু এই গাছের বেশকিছু হাইব্রিড প্রজাতি পাওয়া যায়। এই হাইব্রিড প্রজাতির গাছে অসাধারণ সুন্দর ফুল ফোটে। এই গাছগুলির সৌন্দর্য ও গুণাগুণ বিচার করে এগুলো অবশ্যই বাড়িতে লাগানো উচিত।

নিয়ন্ত্রণ হবে ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ! আজই ব্যবহার করুন এই গাছের পাতা, ফল পাবেন হাতেনাতে -

নয়নতারা গাছের মধ্যে বেশ কিছু ঔষধি গুণাগুণ আছে৷ এই গাছ কিন্তু কোন গরু, ছাগল বা পাখি খায় না৷ ওর পাতা ও কান্ডের মধ্যে যেসব গুণাগুণ আছে তার কারণে এগুলো বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। বাচ্চাদের কৃমি সারানোর জন্য, বহুমূত্র বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য এই গাছের পাতার রস ব্যবহার করা হয়।

নিয়ন্ত্রণ হবে ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ! আজই ব্যবহার করুন এই গাছের পাতা, ফল পাবেন হাতেনাতে -

এছাড়া যদি আপনার মুখের মধ্যে, জিভে ছোপ ছোপ দাগ হয় তার চিকিৎসা কিন্তু এই গাছ দিয়ে করা যেতেই পারে। এই ফুলের পেস্ট বানিয়ে সেটা ওই ছোপে লাগালে উপকার পাবেন। প্রধানত দেশি ভ্যারাইটির সাদা ও গোলাপি ফুল ব্যবহার করলেই এই উপকার বেশি পাওয়া যাবে।

নিয়ন্ত্রণ হবে ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ! আজই ব্যবহার করুন এই গাছের পাতা, ফল পাবেন হাতেনাতে -

হাইব্রিড প্রজাতির নয়নতারা গাছে তুলনামূলক ভাবে ঔষধি গুণাগুণ কম আছে, কিন্তু দেশি নয়নতারা গাছে ৭০ রকমের রাসায়নিক উপাদান রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। বিশেষ করে এতে ভিনক্রিস্টিন ও ভিনপ্লাস্টিন নামে দুটো উপাদান এই গাছে রয়েছে যার ব্যবহার লিউকেমিয়া রোগের চিকিৎসার কাজে ব্যবহার হয়।