Rice Cream Skin Care : ত্বক হবে সোনার ন্যায় চকচকে ও উজ্জ্বল! ব্যবহার করুন এই ঘরোয়া উপাদান

Rice Cream Skin Care : আমাদের ব্যস্ত জীবনে সময়ের বড় অভাব। দিনের বেশিরভাগ সময়টাই কেটে যাচ্ছে অফিসের কাজে। এরপর বাড়ি এসে এতটাই ক্লান্ত লাগে যে আর যেন কিছুই করতে ভালো লাগেনা। আবার যারা ঘরের কাজে সারাদিন ব্যস্ত থাকেন তাদের উপরেও যেন চাপ থাকে ব্যাপক। বাড়ির সকলের দিকে খেয়াল রাখতে রাখতে নিজের জন্য আর সময় বের করাই হয় না। ফলে দিনের পর দিন বুড়িয়ে যাচ্ছে ত্বক ও পড়ছে ট্যান।
অল্প বয়সেই ত্বক থেকে হারিয়ে যাচ্ছে জেল্লা। সময়ের অভাবে অনেকেই নামিদামি প্রোডাক্ট ব্যবহার করছেন। কিন্তু কাজের কাজ তাতে হচ্ছে না কিছুই। তবে চিন্তা নেই, আমাদের ঘরেই রয়েছে এমন বেশ কিছু জিনিস যার ব্যবহারে উজ্জ্বল হবে ত্বক। ফিরে আসবে ত্বকের ফর্সা রং। এমনকি এর জন্য খুব বেশি সময় নষ্ট করতে হবে না। দিনে মাত্র ১০ মিনিট ঠিকভাবে ত্বকের যত্ন (Skin Care) নিলেই ফিরে আসবে হারিয়ে যাওয়া জেল্লা।
ত্বকের জেল্লা ফিরে পেতে ভাতের ব্যবহার :
ভাত রান্না করার সময় চাল ফুটে আসলেই দু হাতা ভাত আর তার সঙ্গে মাড় তুলে রাখতে হবে। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে মিহি করে বেটে নিতে হবে। মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল এবং দু চামচ টক দই। এরপর ৩০ মিনিটের জন্য এই ফেসপ্যাক রেখে দিতে হবে ফ্রিজে।
স্নান করার আগে মুখে লাগিয়ে নিতে হবে রাইস প্যাক (Rice Facepack)। বেশ কিছুক্ষণ রেখে ভিজে তোয়ালে দিয়ে মুছে নিতে হবে মুখ। এই রাইস প্যাক চোখের নিচে লাগালে দূর হবে ডার্ক সার্কেল। এমনকি চিরতরে বিদায় নেবে ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস এর মত সমস্যা। এই ফেসপ্যাক ব্যবহার করার পর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে তবে ভুল করেও ব্যবহার করা যাবে না ফেসওয়াস।