Lifestyle

Lemon Totka : সমস্যায় ভরা জীবন? মুক্তি পেতে মেনে চলুন লেবুর এই সহজ টোটকা

Lemon Totka : ধনী হতে চান না এমন মানুষ দূরবীন দিয়ে খুঁচলেও খুঁজে পাওয়া যাবে না। সুখী জীবন কাটাতে প্রয়োজন প্রচুর অর্থের। আর সে কারণেই দিন-রাত এক করে কঠোর পরিশ্রম করে চলেছেন সাধারণ মানুষ। তবে এত কিছুর পরেও লাভের লাভ হচ্ছে না সেভাবে। আর তাই অর্থ কষ্ট দূর করতে অনেকেই ছুটে যাচ্ছেন জ্যোতিষীদের কাছে। জ্যোতিষশাস্ত্র মেনেই করছেন নানান কাজ। আসলে অনেক সময় বাস্তু দোষের কারণে হয়না উন্নতি। এমনটাই বলা আছে বাস্তুশাস্ত্রে (Vastu Shastra)। বাস্তুশাস্ত্র মতে, কেবলমাত্র একটি লেবুর ব্যবহারেই ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা। কীভাবে? জেনে নেওয়া যাক বিস্তারিত।

নানান কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেবু। এটি যেমন খাবারে স্বাদ আনতে সাহায্য করে, ঠিক তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও মোক্ষম ভূমিকা পালন করে। আবার সৌন্দর্য বাড়াতেও লেবুর গুরুত্ব অপরিসীম। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, কেবলমাত্র একটি লেবু বদলে দিতে পারে মানুষের ভাগ্য। এমনটাই বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। কেবলমাত্র যে অর্থ ভান্ডার ফুলে ফেঁপে উঠবে এমনটাই নয়। লেবুর ব্যবহারে দূর হবে অশুভ দৃষ্টি, অশুভ আত্মা সহ নানান বাধা। আর তাই অনেকেই বাড়িতে কিংবা দোকানে লঙ্কা দিয়ে ঝুলিয়ে রাখেন লেবু।

  • ব্যবসায় লেবুর ভূমিকা : কঠোর পরিশ্রম করার পরেও ব্যবসায় আসছে না সাফল্য। বর্তমানে এই সমস্যায় ভুগছেন কমবেশি অনেকেই। বাস্তুশাস্ত্র মতে, এই সমস্যা দূর করতে চাইলে প্রতি শনিবার দোকানের চার দেওয়াল একটি লেবু দিয়ে স্পর্শ করতে হবে। এরপর সেই লেবুটিকে চার টুকরো করে কেটে রাস্তার চারদিকে একে একে ফেলে দিতে হবে। এতেই নাকি দূর হবে নেতিবাচক শক্তি।
  • ঘুরবে ভাগ্যের চাকা : সময় যদি খারাপ যাচ্ছে তাহলে সেটি ঠিক করা যেতে পারে লেবুর ব্যবহারে। বাস্তুশাস্ত্র মতে, ভাগ্য উজ্জ্বল করতে প্রথমেই একটি লেবু নিতে হবে এরপর সেটিকে মাথার উপরের অংশে সাতবার ঘুরিয়ে নিতে হবে। দুটি ভাগে কেটে বাম হাতের টুকরোটি ডান দিকে এবং ডান হাতের টুকরোটি বামদিকে ফেলে দিতে হবে একটি নির্জন স্থানে। এতেই নাকি বদলে যাবে ভাগ্যের চাকা।
  • খারাপ নজর দূর করতে লেবুর ব্যবহার : কারোর ওপর যদি অশুভ দৃষ্টি থেকে থাকে তাহলে একটি লেবু নিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে নিতে হবে। এরপর সেটিকে চার ভাগে কেটে রাস্তার মোড়ে ফেলে দিতে হবে।
  • চাকরিতে সাফল্য আসবে যেভাবে : কঠিন পরিশ্রম করার পরেও যদি সফলতা না আসে তাহলে ভরসা রাখতে হবে বাস্তুশাস্ত্রে। সকালে ঘুম থেকে উঠেই একটি লেবুর মধ্যে চারটি লবঙ্গ পুঁতে নিতে হবে তারপর হনুমান মন্দিরে গিয়ে পাঠ করতে হবে হনুমান চালিশা।