রাতারাতি বদলাবে ভাগ্য! অবশ্যই বাড়ির এই দিকের দেওয়ালে রাখুন ঘড়ি

মানুষের জীবনে সময় ভালো না থাকলে কিছুই ভালো হয় না। তবে এই ভালো সময় আসার কোনো নির্দিষ্ট সময় থাকে না। এসব কিছুই অনেকটা বাস্তুর উপর নির্ভর করে। প্রতিতি মানুষই বাস্তু মেনে চলতে ভালোবাসেন। আমরা কখনও কখনও নিজেদের অজান্তেই এমন অনেক কাজ করে ফেলি যেগুলির ফলে বাস্তু দোষ সৃষ্টি হয়। বাস্তুর নিয়ম সঠিকভাবে মেনে চললে আপনার জীবন হয়ে উঠতে পারে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।
আজ আমরা আলোচনা করব বাস্তু মতে ঘরের কোন দিকে দেওয়ালে ঘড়ি রাখা শুভ। কারণ আপনি যদি এটা বাস্তু মেনে না করেন তাহলে অজান্তেই হতে পারে হিতে বিপরীত। তাই অতি অবশ্যই ঘরে দেওয়াল ঘড়ি রাখার বিশেষ এই টিপস গুলি মেনে চলুন।
১) বাস্তুমতে ঘরের পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকের দেওয়ালে ঘড়ি লাগান।
২) পূর্ব অথবা উত্তর দিকের দেওয়ালে একেবারেই জায়গা না থাকে, তখনই পশ্চিম দিকের দেওয়ালে ঘড়ি লাগাতে পারেন।
৩) ভুলেও দক্ষিণ দিকের দেওয়ালে কখনই ঘড়ি লাগাবেন না। এর ফলে নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবাহিত হবে।
৪) ঘড়ি কখনই দরজার উপরে কোনোদিন ঝোলাবেন না। এর ফলে আপনার বাড়িতে ব্যাপক আর্থিক ক্ষতি হতে পারে।
৫) ঘড়ির সময় সর্বদা কিছুটা এগিয়ে রাখুন এর ফলে জীবনের সব কাজ থেকে খুব সহজেই ফল পাবেন।
৬) নীল, কালো ও কমলা রঙের ঘড়ি বাড়িতে রাখবেন না।
৭) বন্ধ ঘড়ি বাড়িতে থাকলে আর্থিক ক্ষতি হবার সম্ভবনা আছে।
৮) বাড়িতে গোলাকৃতি দেওয়াল ঘড়ি রাখার চেষ্টা করুন।
৯) বেডরুমে পেন্ডুলাম ঘড়ি ও বিছানার মাথার কাছে ঘড়ি লাগাবেন না।
এই কয়েকটি বিশেষ বাস্তু টিপস যদি মেনে চলতে পারেন তাহলে অতি অবশ্যই আপনার ও পরিবারের সকলের জীবনে আসবে শান্তি।