Vastu Tips : জীবন হবে সুখময় ও সেরে উঠবে রোগ! অবশ্যই বাড়িতে রাখুন মাকড়সা গাছ

প্রত্যেকটি মানুষই জীবনে স্বপ্ন দেখে। আর সেই স্বপ্নের তালিকায় একটি সুন্দর বাড়ি ও ঝঞ্ঝাট মুক্ত জীবন আশা করে থাকেন। জীবন সুখের করতে প্রত্যেক মানুষই কঠোর পরিশ্রম করে থাকেন। কিন্তু তারপরেও অনেক সময় কাঙ্খিত ফল মেলে না। এর বড় কারণ হল বাস্তুশাস্ত্র। শুধুমাত্র ভালো বাড়ি গাড়ি থাকলেই জীবনে সব সমস্যার সমাধান হয়না। আরও কিছু জিনিস খেয়াল রাখতে হয়।
বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে রাখা প্রতিটি জিনিসের মধ্যে শক্তি বর্তমান। আর যা ইতিবাচক বা নেতিবাচক দুই হতে পারে। বিশেষ করে বাস্তুশাস্ত্রে গাছপালার গুরুত্ব অপরিসীম। অনেকেই বাড়িতে অর্থ-সমৃদ্ধির জন্য মানি প্ল্যান্ট লাগিয়ে থাকেন। কিন্তু জানেন কি এই মানি প্ল্যান্ট-এর পাশাপাশি আরও একটি গাছ আছে যা কিনা রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু কি গাছ তাই ভাবছেন নিশ্চই? আজকের প্রতিবেদনে সে বিষয়েই আপনাদের জানাবো।
বাস্তুশাস্ত্রে স্পাইডার প্লান্ট বা মাকড়সা গাছকে ভাগ্যের গাছ মনে করা হয়। এই গাছ যে ঘরে রাখা হয় সেই ঘরের ভাগ্য চমকে যায়। তবে, যেমন তেমন ভাবে কিন্তু এই গাছ রাখা যাবে না। তারজন্য রয়েছে কিছু নিয়ম। চলুন সেগুলি কি দেখে নেওয়া যাক।
স্পাইডার প্লান্ট বা মাকড়সা গাছ রাখার নিয়ম
- মানি প্ল্যান্টের পাশাপাশি এই গাছকেও বাড়ির পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখা উচিত। তাহলে ভালো ফল পাবেন। আপনি যদি কেরিয়ারের উন্নতি কামনা করেন তাহলে অফিস ডেস্কে রাখতে পারেন।
- এই গাছ বায়ু শুদ্ধ করার কাজ করে। বাড়িতে স্পাইডার প্ল্যান্ট রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং শুভ শক্তির সঞ্চার হয়।
- স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী এই গাছ। এই গাছ গভীর রোগ থেকে সকলকে রক্ষা করে। এই গাছ বাড়িতে থাকলে পরিবারের লোকের অবসাদ কমে।
- বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক দিকের পাশাপাশি সঠিক স্থানে রাখাও খুব জরুরি। বাড়ির ড্রয়িং রুম, পড়ার ঘরে এই গাছ রাখা যেতে পারে।
স্পাইডার প্লান্ট বা মাকড়সা গাছ বাড়িতে রাখলে যে কথাগুলি ভুলেও ভুললে চলবে না
- বাস্তুশাস্ত্র অনুযায়ী স্পাইডার প্লান্ট বা মাকড়সা গাছকে কখনও শুকোতে দেবেন না। কেননা শুকনো গাছ নেতিবাচক শক্তির বিস্তার করে।
- স্পাইডার প্লান্ট বা মাকড়সা গাছ দক্ষিণ দিকে রাখবেন না।