রাতারাতি বদলাবে ভাগ্য ও দূর হবে অর্থনৈতিক সমস্যা! নতুন বছরে অবশ্যই বাড়িতে রাখুন এই ৩টি জিনিস

সম্প্রতি কিছুদিন হল আমরা নতুন বছরে পা রেখেছি। আর নতুন বছর মানেই হাজার একটা নতুন ইচ্ছে নতুন চিন্তাভাবনা। আর সবকিছু যথাযথ হওয়া সম্ভব সঠিক চিন্তা ও অর্থ থাকলে। কিন্তু কিভাবে অর্থের সমৃদ্ধি হবে তা নিয়ে অনেকেই বেশ চিন্তিত থাকেন। তবে, আজ Humppy-র পাতায় আপনাদের বলবো কিছু টিপস। যার মাধ্যমে আপনার ভাগ্য বদলে যেতে পারে সহজেই।
তবে, এক্ষেত্রে আবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে, সত্যি সত্যি কি এসব ঘরোয়া টোটকা ভাগ্য বদলে দিতে পারে? তাহলে বলে রাখি যে, এগুলো কতটা কাজ করবে তা সমন্ধে নিশ্চিতভাবে বলা না গেলেও এগুলি একবার বাড়িতে এনে দেখতে ক্ষতি নেই। চলুন তবে দেখে নেওয়া যাক সেগুলি কি।
১.ঘোড়ার নাল
বাস্তু বিশেষজ্ঞদের মতে আপনি যদি নতুন বছরে লোহার তৈরি একটি ঘোড়ার নাল কিনতে পারেন তাহলে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। আর এই ঘোড়ার নাল বাড়ির মেইন দরজার সামনে লাগাতে হবে।
২.লাকি বাম্বু
এই লাকি বাম্বুর কথা আশাকরি কারোরই অজানা নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছ অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে সাহায্য করবে। এছাড়াও লাকি বাম্বুর আরও অনেক বাস্তুগুন আছে। এগুলো বাড়ির সুখ শান্তি বয়ে আনে। লাল রিবন সহ এই গাছটিকে আপনি ডাইনিং রুমে বা শোয়ার ঘরে রাখতে পারেন।
৩.আয়না
জীবনের সমস্যা সমাধান করতে হলে নতুন বছরে একটি নতুন আয়না বাড়িতে আনুন। তবে, গোল আয়নার বদলে বর্গাকার বা আয়তকার আয়না আনা উচিত। এতে অশুভ শক্তি পালিয়ে যায়।