মিটবে অর্থকষ্ট ও সংসারে আসবে শান্তি! বাড়িতে অবশ্যই রাখুন এই সাতটি জিনিস

মনুষ্য জীবনকে সম্পূর্ণভাবে ঘিরে থাকে বাস্তুশাস্ত্র। বাড়ি তৈরী থেকে বাড়ি সাজানো সবেতেই বাস্তুর একটা বিরাট পরিধি থাকে। জীবনের সুখ লুকিয়ে রয়েছে বাস্তুর মধ্যে। সব অশুভ শক্তির হাত থেকে মুক্তি মেলে যদি আপনার বাড়িতে বাস্তুশাস্ত্র খুব ভালো থাকে। বাড়ির প্রতিটা কোণা আমাদের জীবনের উপর প্রভাব ফেলে। আর ঠিক সেইভাবেই প্রভাব ফেলে আপনি বাড়িতে বা ঘরের মধ্যে কি কি জিনিস রাখছেন। আজ আপনাদের তেমনই কিছু জিনিস সম্পর্কে জানাচ্ছি যা বাড়িতে অবশ্যই রাখতে হবে।
১) বাস্তুমতে ঘরে আপনি পিতলের বা রুপোর হাতি আকৃতি মূর্তি বা জিনিসপত্র রাখতে পারেন। হিন্দুশাস্ত্রে হাতিকে গণেশের বাহন হিসাবে পুজো করা হয়। একই সঙ্গে হাতি সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক। তাই এই ধরণের মূর্তি আপনারা অবশ্যই রাখতে পারেন।
২) বাড়িতে কিংবা ব্যবসার জায়গায় অবশ্যই লক্ষীর ভাঁড়ে টাকা রাখুন। মা লক্ষীর সম্পূর্ণ আশীর্বাদ পাবেন যার ফলে সুখ ও সমৃদ্ধি হবে।
৩) কচ্ছপের মুখ ঘরের ভিতরের দিকে যেতে গেলে যেন দেখতে পাওয়া যায় এমন জায়গায় রাখুন। তাহলে ইতিবাচক শক্তি প্রবাহিত হবেন।
৪) বাস্তুমতে বাড়িতে মোতিশঙ্ক রাখুন যা বাড়ির সমৃদ্ধিতে কাজে লাগে ৷ বুধবার নিয়মনে পুজো করলে বিশেষ ফল পেয়ে থাকবেন।
৫) লাফিং বুদ্ধ বাড়িতে রাখতে পারেন। বাড়ির উত্তর-পূর্ব দিক করে লাফিং বু্দ্ধা রাখলে দারুণ অর্থনৈতিক উন্নতি হয় না।
৬) বাড়িতে ঘোড়ার নাল রাখলে বাড়ির মুখ্য বা প্রধান দরজায় রাখুন। খুবই উন্নতি হবে আপনার অর্থনৈতিক জীবনে।
৭) বাড়িতে ধাতুর কচ্ছপ রাখলে ইতিবাচক প্রভাব ফেলে। ভগবান বিষ্ণু কচ্ছপের অবতারের রূপ ধারণ করেছিলে সমুদ্র মন্থনের সময়ে। তাই এই কচ্ছপকে বিষ্ণুর অবতার হিসাবে বাড়িতে রাখুন।
উপরের এই সবকটি বিষয় গুলি বাস্তুবিদদের পরামর্শ নিয়ে লেখা হয়েছে। মানুষ অনুযায়ী তা ভিন্ন হতে পারে। তাই ভেবে চিন্তে প্রয়োগ করুন।