
Advertisements
আজকালকার দিনে সবুজে ভরা বাগানের খুবই অভাব। যেদিক তাকাবেন সেদিকেই শুধু বড় বড় বিল্ডিং ও কলকারখানা। তবে, তারই মাঝে অনেকেই আছেন নিজের বাড়ির ছাদে হোক বা বাড়ির চারপাশে বাগান তৈরি করেন। ফুল ও সবজিতে ভরা বাগান (Garden) ভালোবাসেন না এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। এখনকার দিনে বাড়ির বাইরে বাগান করার পাশাপাশি ঘরেও নানান ধরণের ফুলের গাছ থাকে। যাদেরকে ইন্ডোর প্ল্যান্ট বলা হয়।
জানেন কি বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু ইন্ডোর প্ল্যান্ট (Indoor Plant) রয়েছে যা আপনাদের বাড়ির জন্য খুবই উপকারী। এককথায় বলা যায় এগুলি এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। চলুন তবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক সেই গাছগুলি কি কি।
- তুলসী গাছ (Holy Basil): তুলসী গাছের গুনাগুন নিয়ে আশাকরি কাউকে নতুন করে বলার কিছু নেই। এটি যেমন জ্বর-সর্দি থেকে উপশম দেয় আবার তেমনই এই গাছ বাড়িতে লাগালে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। আর তাইতো বাস্তু পরামর্শদাতা নিশা শান্ডিল্যর মতে তুলসী গাছ বাড়ির সদস্যদের প্রতিটি বিপদ থেকে রক্ষা করে। এমনকি নেগেটিভ শক্তি দূর করে পজেটিভ শক্তির সঞ্চার করে।
- স্নেক প্ল্যান্ট (Snake Plant): ঘর সাজানোর জন্য এই স্নেক প্ল্যান্ট অনেকেই ব্যবহার করে থাকেন। যেটি কিনা ঘরের বাতাসকে বিশুদ্ধ করে। এমনকি রাতে ঘরের মধ্যে থাকা কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করতে সাহায্য করে।
- মানি প্ল্যান্ট (Money Plant): মানি প্ল্যান্টও ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি করে। এমনকি অনেকে বিশ্বাস করেন যে, এই গাছ ঘরে রাখলে আয় উন্নতি বৃদ্ধি পাবে। এই গাছ যত বেশি ডালপালা ছড়াবে ততবেশি গৃহস্থ্যের আয়-উন্নতি হবে।
- কলা গাছ (Banana Tree): তুলসী গাছের মতো কলা গাছও বাড়িতে রাখা খুবই উপকারী। কেননা এটি বাড়িতে থাকলে বাড়ির সকল দোষ কেটে যায়। এমনকি অবিবাহিত মেয়ের বিয়ে হয়। এছাড়াও সন্তান সুখ বর্ষিত হয়। এই গাছের সঙ্গে বৃহস্পতি গ্রহের সম্পর্ক রয়েছে।
- জেড প্ল্যান্ট (Jed Plant): এই জেড প্ল্যান্টকে অনেকেই ফোলার প্ল্যান্ট, ফ্রেন্ড শিপ ট্রি বা গুড লাক ট্রি নামেও ডেকে থাকেন। বাড়িতে ঠিক জায়গায় এই জেড প্ল্যান্ট ট্রি রাখা হলে সঠিক অর্থের প্রবাহ বইবে।
তাহলে জেনে গেলেন নিশ্চই বাড়িতে কি কি গাছ রাখা আপনার পক্ষে শুভ।