Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Lifestyle

অর্থ সংকটে ভুগছেন? বাড়িতে রাখুন এই ৭টি জিনিস, কেটে যাবে দুর্দিন

অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে চান সকল মানুষ। তবে বেশিরভাগ মানুষই এই সমস্যা থেকে নিজেকে বের করতে পারেন না। আসলে বাস্তু দোষ প্রতিটা মানুষের জীবনে খুবই ভয়ঙ্কর। তা যদি সঠিক সমাধান না করা যায় খুবই সমস্যায় পরতে হয়। তাই আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য অবশ্যই এই কয়েকটি জিনিস আপনার বাড়িতে রাখুন।

অর্থ সংকটে ভুগছেন? বাড়িতে রাখুন এই ৭টি জিনিস, কেটে যাবে দুর্দিন

১) গণেশের মূর্তি- বাস্তু দোষ কাটানোর জন্য বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখুন গণেশের মূর্তি। গণেশ মূর্তি আপনার দিন কয়েকের মধ্যেই অর্থ সংকট কাটিয়ে দিতে সক্ষম হবেন।

অর্থ সংকটে ভুগছেন? বাড়িতে রাখুন এই ৭টি জিনিস, কেটে যাবে দুর্দিন

২) নারকেল- বাস্তুশাস্ত্রে নারকেলকে শুভ বলে মনে করা হয় তাই বাড়িতে লক্ষ্মীর ঘটের উপর নারকেল রাখুন। অর্থ সংকট যেমন কেটে যাবে ঠিক তেমনই ধনসম্পদের মালিক হবেন আপনি।

অর্থ সংকটে ভুগছেন? বাড়িতে রাখুন এই ৭টি জিনিস, কেটে যাবে দুর্দিন

৩) লক্ষ্মীর মূর্তি- লক্ষ্মী মূর্তি রাখুন ঘরে তাহলে কেটে যায় বাস্তু দোষ। আপনার কাছে প্রচুর অর্থ আসবে। তবে সেজন্য কিন্তু উত্তর-পূর্ব বা পূর্ব দিকে মুখ করে রাখবেন।

অর্থ সংকটে ভুগছেন? বাড়িতে রাখুন এই ৭টি জিনিস, কেটে যাবে দুর্দিন

৪) ঘোড়ার নাল- উত্তর-পশ্চিম দিকের দরজার চৌকাঠে ঘোড়ার নাল রাখুন। এতে ঘরে শান্তি ও ইতিবাচকতা থাকে যা খুবই শুভ বলে মনে করা হয়।

অর্থ সংকটে ভুগছেন? বাড়িতে রাখুন এই ৭টি জিনিস, কেটে যাবে দুর্দিন

৫) কুবের মূর্তি – বাড়িতে অবশ্যই কুবেরের মূর্তি রাখুন। অর্থের দেবতা যেহেতু কুবের তাই এই মূর্তি রাখা আবশ্যক।

অর্থ সংকটে ভুগছেন? বাড়িতে রাখুন এই ৭টি জিনিস, কেটে যাবে দুর্দিন

৬) বাঁশি – বাড়িতে বাঁশি রাখলে মা লক্ষী সন্তুষ্ট হয়ে ওঠে। যার ফলে অর্থের বর্ষা হয়।

অর্থ সংকটে ভুগছেন? বাড়িতে রাখুন এই ৭টি জিনিস, কেটে যাবে দুর্দিন

৭) শঙ্খ – বাস্তুদোষ কাটাতে সবথেকে ভালো শঙ্খ। তাই অতি অবশ্যই একটা শঙ্খ রাখুন নিজের বাড়িতে।