×
Lifestyle

বদলে যাবে ভাগ্য! বাস্তুমতে বাড়ির এই স্থানে লাগান জবা গাছ, ফল পাবেন হাতেনাতে

বাস্তু আমাদের জীবনকে ঘিরে থাকে। শুধু তাই নয় অফিস, ব্যবসা কিংবা বাড়ি কার্যত সব ধরণের সমস্যা সমাধান করতে পারে বাস্তু। আর্থিক সমস্যা, জীবনে সুখ এসব কিছুই আপনি ফিরে পাবেন যদি বাড়িতে লাল জবা গাছ রাখেন। আর এই গাছ লাগানোর বিশেষত কিছু পদ্ধতি আছে যা আপনাদের জানাবো। আপনি বাড়িতে ঠিক কিভাবে জবা গাছ রাখবেন তার হদিশ দিচ্ছে আজ আমাদের প্রতিবেদন।

ADVERTISEMENT

১) বাড়ির উঠোনে কিংবা ছাদে এই সুন্দর গাছটি রাখুন যার ফলে আপনার বাড়িতে সর্বদা সুখ-শান্তি বজায় থাকবে।

২) অর্থনৈতিক সংকট কাটাতে আপনি লাল জবা ফুল দিয়ে মা কালির পুজো করুন। দেখবেন সব দোষ কেঁটে যাবে।

৩) বাড়ির পূর্ব দিকে জবা ফুলের একটি গাছ লাগান। তার ফলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়।

৪) প্রতি মঙ্গল এবং শনিবার হনুমানজির পূজা করুন সাথেই তার পায়ে অর্পণ করুন একটা লাল জবা ফুল। অর্থনৈতিক সংকট দিন কয়েকের মধ্যেই কেটে যাবে। ঠিক একই ভাবে মা লক্ষীর পূজা করুন। তাদের লাল জবা ফুল খুবই প্রিয়।

৫) আপনার ফুলের বাগানে অবশ্যই একটি লাল জবা ফুলের গাছ রাখবেন। পরিষ্কার ও সুন্দর জায়গায় সবসময় রোপন করবেন জবা গাছ। নাহলে তার কু-প্রভাব ফেলতে আপনার জীবনে বেশি সময় লাগবে না।

উপরের এই সবকটি লাল জবার বিষয়ে বলেছেন বিভিন্ন বাস্তুবিদেরা। তবে ফল ভিন্ন হতে পারে বিভিন্ন বাস্তু অনুযায়ী। সেক্ষেত্রে আপনি অবশ্যই সরাসরি কোনো বাস্তুবীদের পরামর্শ নিতে পারেন।