×
Lifestyle

পেঁপে দিয়েই তৈরি করুন পেঁপে গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন বিশেষ পদ্ধতি

বাড়িতে প্রায় সবার একটি বা দুটি পেঁপে গাছ কিন্তু হামেশাই থাকে। পেঁপে শরীরের জন্য ঠিক কতটা উপকারী তা আলাদা করে বলার দরকার হয় না। তবে বাজারে যদি এই ফল কিনতে যান তাহলে কিন্তু পকেটের উপরে বেশ অনেকটাই চাপ পরে। কিন্তু যদি আপনাকে বলি সম্পূর্ণ বিনা খরচায় বাড়িতে একটি আস্ত পেঁপে গাছ তৈরী করতে পারবেন তাহলে কেমন হয়। হ্যাঁ শুনতে অবাক লাগলেও আদতে আপনি পঁচে যাওয়া বা পাখি খেয়ে ফেলা পেঁপে থেকে তৈরী করতে পারবেন একটি আস্ত গাছ।

পেঁপে দিয়েই তৈরি করুন পেঁপে গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন বিশেষ পদ্ধতি -

১) একটা পচা, পাকা কিংবা পাখি খাওয়া পেঁপে নিয়ে নিন।

২) এবার একটি আঙ্গুর নিয়ে তার ভিতরের রস পেঁপের বৃন্তে ও সাড়া শরীরে মাখিয়ে দিন।

পেঁপে দিয়েই তৈরি করুন পেঁপে গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন বিশেষ পদ্ধতি -

৩) এবার আপনার জমিতে সরাসরি মাটিতে একটু গর্ত করে এই পেঁপে গাছের বৃন্তটি পুঁতে দেবেন।

৪) এবার একটা টব নিয়ে সেই পেঁপে ঢেকে দিন ১৫ দিনের জন্য।

পেঁপে দিয়েই তৈরি করুন পেঁপে গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন বিশেষ পদ্ধতি -

৫) এতদিন পরে যখন টবটি তুলবেন তখন দেখবেন ছোট একটি চারা গাছ বেরিয়েছে।

৬) এবার সেই ছোট গাছটিকে পরিচর্যা করুন ও সঠিক রক্ষনাবেক্ষন করলে অতি অবশ্যই এই গাছে শতাধিক পেঁপে পাবেন।