লাগবে না জমি, প্লাস্টিক বোতলে এইভাবে বড় করুন লেবু গাছ, শিখে নিন সহজ পদ্ধতি

যারা বাড়িতে গাছ তৈরী করতে ভালোবাসেন অনেকেই লেবু গাছ লাগান। লেবু গাছ যেমন দেখতে সুন্দর তেমনই লেবু খাওয়ার তো কোনো জবাবই নেই। কার্যত সবাই চান বাড়িতে একটা লেবু গাছ রাখতে। কিন্তু অনেকেই হয়তো প্রথমবার এই গাছ লাগাতে চাইছেন। আর মাটি কিংবা জায়গার বড়োই অভাব। চিন্তা নেই আমাদের এই প্রতিবেদন আপনাকে হদিশ দেবে লেবু গাছের ছোট ডাল থেকে বোতলের মধ্যে খুব সহজেই কিভাবে গাছ তৈরী করতে পারবেন।
১) লেবু গাছের ছোট ছোট কয়েকটি ডাল নিয়ে নিন।
২) একটি বড়ো প্লাস্টিকের বোতল ভরে নিন অর্ধেক বালিতে।
৩) তারপরে সেই ডাল গুলি বালির মধ্যে পুঁতে দিন যাতে ডালটা বোতলের থেকে বাইরে না আসে।
৪) অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য বোতলের তলায় দু থেকে তিনটি ছিদ্র করে দিন।
৫) প্রথমবার খুব ভালো করে জল দিয়ে দিন ও বোতলের মুখ সম্পূর্ণ বন্ধ করে রাখুন।
৬) ঠিক এইভাবে ১৫ দিন কাটানোর পরে আপনার চারা গাছ বেশ অনেকটা বড়ো হয়ে যাবে। তখন বোতলের উপরের অংশ কেটে নিয়ে আপনি শুধু নিচের অংশ রেখে দেবেন।
৭) ৪০ দিন পরে আপনার গাছ হয়ে যাবে অনেকটাই বড়ো এবার আপনি সেই গাছ টবে স্থানান্তরিত করতে পারেন। সঠিক পরিচর্যা ও দেখভাল করলে সারা বছর এই গাছ আপনাকে লেবু দেবে খুব সহজেই।
দেখে নিন ভিডিও-