ব্রণ দূর করতে নিম পাতার কার্যকরী ফেসপ্যাক বাড়িতে বানিয়ে ফেলুন
সুন্দর মসৃণ ত্বক আমরা সকলেই চাই। কিন্তু আমাদের ত্বকের একটি প্রধান সমস্যা হলো ব্রণ। ব্রণের জন্য আমরা কমবেশি সকলেই চিন্তিত। আমরা অনেকেই ব্রণের জন্য অনেক কিছু করে থাকি। কিন্তু সেরকম ফল পাওয়া যায় না কোনোটাতেই।অনেকে আমরা ব্রণ ভালো করার জন্য ওষুধ খায়। কিন্তু তবুও সে রকম ফল পাওয়া যায় না।তাই আজ ব্রণ ভালো করার জন্য একটি সহজ ও ঘরোয়া উপায় বলা হচ্ছে। এটা তৈরি করার পদ্ধতিও সোজা এবং সময়ও বেশি লাগে না।
আমরা জানি নিমপাতা ব্রণ ভালো করার জন্য ভীষণভাবে উপকারী। প্রথমে একটি পাত্রে নিতে হবে দুই চা চামচ নিমপাতা পেস্ট। এর সাথে মেশাতে হবে হাফ চামচ মধু।তার সাথে দিতে হবে হাফ চামচ দুধ। এরপর মেশাতে হবে এক চামচ লেবুর রস।শেষে নিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে।লেবু ত্বক পরিষ্কার করতে খুবই সাহায্য করে।আর পরিষ্কার ত্বক ব্রন হওয়া রোধ করে।
এছাড়া হলুদ হলো অ্যান্টিবায়োটিক।যা জীবানু নাশ করে। কারণ ব্রন বেশিরভাগ ময়লা ও ধুলোবালি থেকে হয়ে থাকে।তাই ব্রণ ভালো করার জন্য হলুদও খুবই উপকারী। এবারে সমস্ত মিশ্রনটিকে আলতো হাতে মুখে মাখতে হবে। সেটিকে মুখের উপর মেখে রাখতে হবে প্রায় 15 মিনিট। এরপর সেটি শুকিয়ে গেলে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
এভাবে সপ্তাহে তিনদিন মিশ্রণটি মুখে মাখতে হবে। ব্রণ ভালো করার জন্য ঘরোয়া উপায় সবচেয়ে বেশি কার্যকরী। তাই এই মিশ্রণটি সকলের মেখে দেখা উচিত যাদের মুখে অত্যন্ত ব্রণ হয়। এটি ব্রণ ভালো করতে সাহায্য করবে।